Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১০-২০১৬

বাংলাদেশকে ৩৯৩ কোটি টাকা দেবে ডেনামার্ক  

বাংলাদেশকে ৩৯৩ কোটি টাকা দেবে ডেনামার্ক

 

ঢাকা,১০ জুন- কৃষিতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে ৫ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে ডেনমার্ক সরকার।

বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ৭৬ দশমিক ৮৪ টাকা হিসাবে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা।

বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামের (বিসিপি ২০১৬-২০২১) আওতায় কৃষি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং সুশাসন ও মানবাধিকার বিষয়ক ১২টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ দেবে দেশটি।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ডেনমার্কের পক্ষে রাষ্ট্রদূত হান্নে ফাগল স্কেজার সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভিশন-২০২১, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকইস উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা দেবে ডেনমার্ক। ২০১৫ সালের মার্চে ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ঢাকা সফরের সময় এ প্রতিশ্রুতি দেন। তার ধারাবাহিকতায় ডেনমার্ক বাংলাদেশের জন্য ‘কান্ট্রি প্রোগ্রাম’ সাজিয়েছে।

ইআরডির জ্যেষ্ঠ সচিব মেজবাহ বলেন, কৃষি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং সুশাসন বিষয়ক ১২টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ডেনমার্কের অনুদানের পাশাপাশি বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে।

এসব প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন, কৃষি খাতে খাদ্যশস্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে ‘কান্ট্রি প্রোগ্রামটি’ করা হয়েছে জানিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, প্রোগ্রামটি তৈরিতে বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলদেশের মধ্যম আয়ের দেশের লক্ষ্য অর্জনে কান্ট্রি প্রোগ্রামে গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি।

এ আর/ ০৯:৩০/ ১০ জুন

ব্যবসা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে