Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (26 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৯-২০১৬

বাসায় ফিরেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি

বাসায় ফিরেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি

নারায়ণগঞ্জ, ০৯ জুন- ইসলাম ধর্মের কটুক্তির অভিযোগ এনে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা শেষে নারায়ণগঞ্জের বাসায় আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সবিতা হালদার।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের মোকরবা রোডের ৬ তলা ভবনের ৫ তলার ভাড়ায় থাকা ফ্ল্যাট বাসায় এসে উঠেছেন। তবে ওই বহুতল ভবনে সবিতা হালদার তাদের ফ্ল্যাটে কাউকে প্রবেশের অনুমতি দেননি। পরে বাসার নিচে সাংবাদিকরা মোবাইলে সবিতা হালদারের সঙ্গে কথা বললে জানান, তারা বিকেলেই বাসায় এসে পৌঁছেছেন।

সবিতা বলেন, ‘হাসপাতালে যাতয়াতসহ চিকিৎসা নিতে গিয়ে আমরা সবাই খুব ক্লান্ত। নারায়ণগঞ্জ আসার পর কিছুটা ভয় ও আতঙ্ক আছে। তাছাড়া ওনার আরো বিশ্রাম দরকার। তাই এখন আমরা কারো সঙ্গে কথা চলতে চাচ্ছি না। দুই একদিন গেলে কথা বলবো। তখন আইসেন।’

এর আগে দুপুর ৩টার দিকে চিকিৎসকদের পরামর্শে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ স্কুলের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষককে কান ধরে উঠবসও করান। পরে শ্যামল কান্তিকে বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। কিন্তু পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে এই ঘটনায় ওই স্কুল পরিচালনা কমিটিকে বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

আর/১০:১৪/০৯ জুন

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে