Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৮-২০১৬

নিউ ইয়র্কে মুহাম্মাদ আলির নামে সড়ক  

নিউ ইয়র্কে মুহাম্মাদ আলির নামে সড়ক

 

নিউ ইয়র্ক,০৮ জুন - কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার মেডিসন স্কয়ার গার্ডেনের ওয়েস্ট থার্টি থার্ড স্ট্রিটকে অস্থায়ীভাবে ‘মুহাম্মাদ আলি ওয়ে’ হিসেবে ঘোষণা দেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো।

‘সর্বকালের সেরা’ খ্যাত ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান তিনি।

“এটি আলির জন্য নিউ ইয়র্কের জনগণের শ্রদ্ধার নিদর্শন,” বলেন ব্লাসিয়ো।

১৯৮১ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার আগে ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতে জেতেন আলি। এর মধ্যে ৩৭টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট করেছেন তিনি। নিজে একবারও নকডআউট হননি।
মেডিসন স্কয়ারে মোট আটটি লড়াইয়ে অংশ নেন আলি, এর কোনটিতেই হারেননি তিনি। মেয়র সে কথা স্মরণ করে বলেন, “আলি এখানে কখনো পরাজিত হননি।”

অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিদায় নেন তিনি।

জন্মস্থান কেন্টাকির লুয়াভিলে আলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ আর/১৭:৩১/০৮ জুন

 

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে