Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৮-২০১৬

বিশ্বের ক্ষুদ্রতম মুরগীর ডিম মিলল লন্ডনের খামারে

বিশ্বের ক্ষুদ্রতম মুরগীর ডিম মিলল লন্ডনের খামারে

বিশ্বের ক্ষুদ্রতম মুরগীর ডিম মিলল লন্ডনের খামার বাড়িতে৷ পাঁচ পয়সা এই ডিম হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

ইংল্যান্ডের বারি শহরের ঘটনা৷ এই শহরে পরিবারের সঙ্গে থাকেন ২২ বছরের জর্জিয়া ক্রাউচম্যান৷ তাঁদের বাড়িতে রয়েছে একটি ছোট খামার বাড়ি৷ সেখানে কম করে ২০টি মুরগী রয়েছে৷ অন্যান্য দিনের মতো এদিনও ডিম আনতে খামারে যান জর্জিয়া৷ ডিম সংগ্রহ করতে গিয়েই তাঁর হাতে আসে ক্ষুদ্র একটি ডিম৷ এই ডিমটিই বিশ্বের ক্ষুদ্রতম বলে হইচই শুরু হয় সংবাদমাধ্যমে৷

যদিও ডিমটি হাতে পাওয়ার পর প্রথমে তাঁর বিশ্বাসই হয়নি৷ পরে দেখা যায়, সত্যিই সেটি মুরগীর ডিম৷ ডিমটি আকারে দেখতে এক টাকার কয়েনের থেকেও ছোট৷

ডিমটির মাপ নিয়ে দেখা গিয়েছে, সেটি আকারে ১.৫৫ সেন্টিমিটার৷ এত ছোট মুরগীর ডিম এর আগে মানুষ দেখেনি৷ এর আগে সবচেয়ে ক্ষুদ্র মুরগীর ডিমের আকার ছিল ২.১ সেন্টিমিটার। সেটি পাওয়া গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৃষকের কাছে৷

আর/১২:১৪/০৮ জুন

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে