Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৭-২০১৬

‘সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ’

‘সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ’

মুম্বাই, ০৭ জুন- অনেকদিন ধরে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার মাঝে ঝগড়া চলে আসছে বলে বিভিন্ন সময় শোনা গেলেও এখন জানা গেল ভিন্ন কথা। সিদ্ধার্থ আর ক্যাটরিনার মাঝে দূরত্ব কমছে অপরদিকে আলিয়া ও বরুণের মাঝেও চলছে খুনসুটি। এরকম সংবাদের ভিত্তিতে সিদ্ধার্থ ও আলিয়ার ভালবাসার সংসারে যে আগুন লেগেছে তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।

মূলত তারা দুইজনে নিজেদের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ ‘বার বার দেখো’ সিনেমায় কাজের সুবাদে ক্যাটরিনার সাথে কাজ করছে আর আলিয়া ‘বদরিনাথ কি দুলহানিয়া’ সিনেমার কাজে বরুণের সাথে বেশি সময় অতিবাহিত করছেন। আলিয়া ও সিদ্ধার্থ একে-অপরের কাজের গুরুত্ব খুব ভাল করেই জানেন।

আগামী ১৭ই জুন আলিয়া ও শহীদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই সিনেমার প্রচারণার কাজে এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ‘আমি সিদ্ধার্থের সাথে কোন ঝগড়া করি নি। তার সাথে ঝগড়া করার জন্য আমার কাছে কোন কারণ নেই। সে সবসময় আমার খুব কাছের বন্ধু হয়ে থাকবে। আমি তাকে তার ডিনার ডেট ও সেই রহস্যময় মেয়ের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, তখন সিদ্ধার্থ জানান, আমি কোন ডেটে যাই নি। সে একটানা কাজ করে চলেছেন। আমি তাকে এখন দীর্ঘসময় ধরে জানি। আমরা একে-অপরের সাথে অনেক সময় অতিবাহিত করেছি। তার প্রতি আমার মাঝে বিশাল ভাল লাগা কাজ করে এবং সে সবসময় আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে থাকবে।’

আর/১৭:১৪/০৭ জুন

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে