Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৬-২০১৬

ইসলামভীতি দূরীকরণে রমজানকে কাজে লাগাবেন সাদিক খান

ইসলামভীতি দূরীকরণে রমজানকে কাজে লাগাবেন সাদিক খান

লন্ডন, ০৬ জুন- বিশ্বজুড়ে ইসলামকে ঘিরে বিভিন্ন ধরনের ভীতি, সন্দেহ-সংশয় দূরীকরণে পবিত্র রমজান মাসকে কাজে লাগাতে চান লন্ডনের মেয়র সাদিক খান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে তিনি এ কথা বলেন। মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম রমজানের রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাদিক খান।

গত মাসে লন্ডনের মেয়র হিসেবে আলোড়ন সৃষ্টিকারী বিজয়ের পর থেকে শহরটির সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক বৈচিত্রের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে সাদিক খানকে। ইউরোপের ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে শুধু মুসলিম হিসেবেই নয়, নিজেকে একজন লন্ডনবাসী হিসেবেও পরিচয় দিয়ে গর্ববোধ করেন পাকিস্তান বংশোদ্ভূত এই ব্রিটিশ।

গার্ডিয়ানের নিবন্ধে সাদিক খান লেখেন, ‘আমি শুধু নিজেকে একজন মুসলিম রাজনীতিবিদ হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি না। আমি মুসলিমদের কোনো মুখপাত্র না এবং নেতাও না। এই বিষয়টি স্পষ্ট করা দরকার। অন্যথায় আপনারা আমাকে আমার বিশ্বাসের ওপর ভিত্তি করে মূল্যায়ন করতে শুরু করবেন।’

তিনি আরো লেখেন, ‘আমাদের সবারই বিভিন্ন পরিচয় আছে। আমি একজন লন্ডনবাসী, একজন সন্তান এবং একজন বাবা। লন্ডনের সিটি হল কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য না।’

তবে রমজান মাস সম্পর্কে তিনি সচেতন এবং ইসলাম সম্পর্কে লন্ডনবাসীদের মনে যে সন্দেহ এবং রহস্য রয়েছে তা দূর করতে এই মাসকে একটি মহা সুযোগ বলে আখ্যায়িত করেন তিনি। পুরো রমজান মাসজুড়ে লন্ডনে ইহুদিদের উপসনালয় সিনাগগ, খ্রিস্টানদের গির্জা এবং মুসলিমদের মসজিদে তিনি রোজাদারদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবেন বলেও জানান সাদিক খান।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে