Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৬-২০১৬

মেয়েদের অবশ্যই পুরুষকে মেনে চলতে হবে, শেখাচ্ছে ব্রিটেনের স্কুল

মেয়েদের অবশ্যই পুরুষকে মেনে চলতে হবে, শেখাচ্ছে ব্রিটেনের স্কুল

লন্ডন, ০৬ জুন- মেয়েদের অবশ্যই পুরুষের নির্দেশনা মেনে চলতে হবে বলে শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে যুক্তরাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বী স্কুলগুলো। এছাড়া সমকামিতাকে অপ্রাকৃতিক বলেও শিক্ষার্থীদের শেখানো হয় ওই স্কুলগুলোতে।

স্কুলটির সাবেক শিক্ষার্থীরা জানান, বিজ্ঞানের ক্লাসে বিবর্তনবাদের পরিবর্তে তাদের শেখানো হতো সৃষ্টিবাদ। বিবর্তনবাদকে সেখানে দেখা হয় ঘৃণার চোখে।

যুক্তরাজ্যে এ ধরনের কয়েক ডজন স্কুল রয়েছে। ‘অ্যাকসিলারেটেড ক্রিশ্চিয়ান এডুকেশন’ নামের স্কুলগুলোর উদ্ভব মূলত যুক্তরাষ্ট্রে। দেশটির দক্ষিণাঞ্চলীয় খ্রিস্টান ব্যপ্টিস্ট রাজ্যগুলোতে শুরু হয় এ ধরনের স্কুলের শিক্ষাদান কার্যক্রম। পরে তা যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ে।

এদিকে স্কুলগুলোর এ ধরনের শিক্ষাদান নিয়ে যুক্তরাজ্যে শুরু হয়েছে বিতর্ক। সাবেক শিক্ষার্থীদের অনেকে স্কুলের এই শিক্ষাকে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এই শিক্ষার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং নারীদের পিছিয়ে রাখা হচ্ছে।

মূলত খ্রিস্টান ধর্মবিশ্বাসের ওপর ভিত্তি করেই এসব স্কুলে শিক্ষা দেয়া হয়। কীভাবে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়- তাই শেখানো হয় স্কুলগুলোর পাঠ্যবইয়ে।

স্কুলের একটি পাঠ্যবইয়ে সমকামিতা সম্পর্কে লেখা রয়েছে, ‘সমকামিতা হচ্ছে একই লিঙ্গের একজনের প্রতি অপরজনের অপ্রাকৃতিক যৌন অনুভূতি। সৃষ্টিকর্তার পরিকল্পনায় ঝামেলা সৃষ্টি করাই হচ্ছে সমকামিতা।’

বাইবেলের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘সমকামিতার কারণে সৃষ্টিকর্তা সোদোম এবং গোমোরাহ শহরটি ধ্বংস করে দিয়েছিলেন। অনেক লোক ভুল করে মনে করে যে সমকামিতা একটি প্রাকৃতিক বিষয়।’ উল্লেখ্য, মুসলিমদের ধর্মগ্রন্থ কোরানে একই ঘটনার বর্ণনায় সোদোম জাতিকে ‘সামুদ’ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নারীদের অধিকার সম্পর্কে বইগুলোতে বলা হয়েছে, ‘সৃষ্টিকর্তা স্বামী এবং স্ত্রীকে দায়িত্বের কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন। স্বামী হবেন ঘরের কর্তা। তিনি তার স্ত্রীকে এমনভাবে ভালোবাসবেন, যেভাবে যিশু গির্জাকে ভালোবাসতেন। স্ত্রীও তার স্বামীকে মেনে চলবেন, তাকে সম্মান করবেন এবং তার কাছে নিজেকে সমর্পণ করবেন। স্ত্রী তার স্বামীর কাজে সহায়তা করবেন।’

আরেকটি পাঠ্যবইয়ে দেখা যায়, সেখানে বিবর্তনবাদকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করা হয়েছে। মানুষ বানর থেকে জন্ম নেয়নি এবং মানুষকে একটি একক সত্ত্বা হিসেবেও উল্লেখ করা হয়েছে বইগুলোতে।

প্রসঙ্গত, খ্রিস্টান ধর্মের ওই শিক্ষাগুলোর সঙ্গে ইসলাম ধর্মের শিক্ষারও অনেক মিল রয়েছে। ইসলাম ধর্মেও মানবজাতির উদ্ভবের ক্ষেত্রে বিবর্তনবাদের পরিবর্তে সৃষ্টিবাদের কথা বলা হয়েছে। ঘরের কর্তৃত্বও স্বামীকে দেয়া হয়েছে। এছাড়া সমকামিতাকে জঘন্য পাপ বলে বর্ণনা করা হয়েছে কোরানে।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে