Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৬-২০১৬

বিগ বস-এ নতুন পাক সুন্দরী!

বিগ বস-এ নতুন পাক সুন্দরী!

কলকাতা,০৬ জুন- ‘বিগ বস’ নিয়ে অনেক আগে থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। আর এবার বিগ বস-এর অন্দর মহলে পাক সুন্দরীদের সমাগম আগেই হয়েছে৷ ভারতীয় দর্শকের স্মৃতিতে এখনও বিরাজমান বীনা মালিকের সৌম্যকান্তি৷ তবে এবারে সেই স্থান দখল করতে পারেন আরেক পাক সুন্দরী৷
কোয়ান্ডিল বালোচ৷ নামটা শুনেছেন কি? একটু হিন্ট দেওয়া যাক৷ সম্প্রতি বিরাট কোহলিকে প্রেম নিবেদন করেছিলেন পাকিস্তানের এক মডেল৷ এবারে মনে পড়ল তো? হ্যাঁ, সব ঠিক থাকলে এই পাক সুন্দরীকেই দেখা যেতে পারে বিগ বস-এর দশম সংস্করণে৷
নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের পাশাপাশি বিগ বস প্রতিযোগী অস্মিত প্যাটেলেরও মন জয় করেছিলেন বীনা৷ দু’জনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ যদি সূত্রের খবর সত্যি হয়৷ বিগ বস-এর আগামী মরশুমে বীনাকে বেশ টক্কর দেবেন মিস বালোচ৷

এ আর/ ১০:১৮/০৫ জুন

 

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে