Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৪-২০১৬

বিশ্বের সবচেয়ে ভালো দেশের তালিকায় ১১৯তম বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ভালো দেশের তালিকায় ১১৯তম বাংলাদেশ

ঢাকা, ০৪ জুন-  বিশ্বের সবচেয়ে ভালো দেশের তালিকায় বাংলাদেশ ১১৯তম অবস্থানে উঠে এসেছে। ব্রিটিশ সরকারের উপদেষ্টা শিমন আনহোল্ট ‘২০১৫ সালে বিশ্বের সবচেয়ে ভালো দেশ’র একটি সূচক তৈরি করেছেন। সূচকে সবার উপরে রয়েছে সুইডেন। 

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও শান্তি, জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য এবং সমতা বিবেচনা করে মোট ১৬৩টি দেশকে তালিকাভূক্ত করা হয়েছে। আর্থিক দিক থেকে সচ্ছ্বল এবং অন্যান্য দেশের তুলনায় কম ক্ষতিকারক ও মানবিক হওয়ায় সবচেয়ে ভালো দেশ নির্বাচিত হয়েছে সুইডেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। এছাড়া নেদারল্যান্ড (৩য়), ব্রিটেন (৪র্থ), জার্মানি (৫ম), ফিনল্যান্ড (ষষ্ঠ), কানাডা (৭ম), ফ্রান্স (৮ম), অস্ট্রিয়া (৯ম) ও নিউ জিল্যান্ড (১০ম) স্থানে আছে। 

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম আইবি টাইমস বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে সিঙ্গাপুর (২৪তম), শ্রীলঙ্কা (৮৫তম), বাংলাদেশ (১১৯তম), পাকিস্তান (১১৭ তম) অবস্থানে রয়েছে। এছাড়া তালিকার নিচে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া।

জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে ওই তালিকা তৈরি করা হয়েছে।

এ আর/ ১৯:১১/০৪  জুন

 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে