Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০৪-২০১৬

ফ্রান্সে বন্যা: বাড়ছে সেইন নদীর পানি

ফ্রান্সে বন্যা: বাড়ছে সেইন নদীর পানি

প্যারিস, ০৪ জুন- মধ্য ইউরোপ জুড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্যারিসের সেইন নদীর পানি স্বাভাবিকের চেয়ে সাড়ে ছয় মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অবিরাম ভারী বর্ষণের কারণে সেইন নদীতে ৩০ বছরের মধ্যে পানির উচ্চতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নদীর পানি অন্তত ৬ দশমিক ৩ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি সর্বোচ্চ ৬ দশমিক ৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

নদীর তীর বরাবর জরুরি বাঁধ দেওয়া হচ্ছে। কয়েকটি জায়গায় নদীর পাড় উপচে আশেপাশের এলাকায় পানি প্রবাহিত হয়েছে।

পানি প্রবাহের কারণে বেশ কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে পর্যটক নৌকা চলচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানায়, ১৯৮২ সালের পর সেইন নদীর পানি এত উপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়নি।

১৯৮২ সালে সেইন নদীর পানি ৬ দশমিক ১৮ মিটার, ১৯৫৫ সালে ৭ দশমিক ১ মিটার  এবং ১৯১০ সালে ৮ দশমিক ৬২ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

নদীটির পাশ দিয়ে প্যারিসের মধ্যাঞ্চলে যাওয়ার একটি রেলপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

 বন্যার কারণে বিশ্ব বিখ্যাত লুভর ও ওলহসে জাদুঘর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জাদুঘরে থাকা অমূল্য জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে।

বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫  হয়েছে। এর মধ্যে ১০ জন জার্মানিতে, ফ্রান্স ও রুমানিয়ায় দুইজন করে এবং বেলজিয়ামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস আগামী আরও কয়েকদিন ফ্রান্স থেকে ইউক্রেইন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

গত কয়েকদিনের বৃষ্টিতে জার্মানির দক্ষিণাঞ্চলের অধিকাংশ শহরে বন্যা দেখা দিয়েছে। বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ডেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।

বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলন্দ এই আবহাওয়াকে গুরুতর প্রাকৃতিক ঘটনা এবং একটি গ্লোবাল চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন।

তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করেছেন।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে