Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৬-০৩-২০১৬

তনুর সুরতহালে তথ্য গোপন!

তনুর সুরতহালে তথ্য গোপন!

কুমিল্লা, ০৩ জুন- তনুর সুরতহাল ও ময়নাতদন্তে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন তনুর মা আনোয়ারা বেগম। তিনি অভিযোগ করেন, তনুর মাথার পেছনে, নাকে ও কানে আঘাতের চিহ্ন থাকলেও সুরতহাল প্রণয়ণকারী ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম এ তথ্য গোপন করেছেন। 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।

সুরতহালের সময় পরিবারের পক্ষ থেকে তনুর বাবা-ভাই এবং তিনি নিজে উপস্থিত ছিলেন উল্লেখ করে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘এ সময় ওই পুলিশ কর্মকর্তা সাদা কাগজে আমাদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেন। পরে সুরতহালে আঘাতের চিহ্ন গোপন করে মিথ্যা তথ্য হাসপাতাল মর্গে ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে পাঠানো হয়।’ 

তার অভিযোগ ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শারমিন সুলতানার প্রতিও। তনুর মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘তনুর মৃত্যুর কারণ নির্ণয়ে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও জখম গোপন রেখেছেন।’

বুধবার তনুর বাবার উকিল নোটিশের জবাব দেন ডা. শারমিন সুলতানা। জবাবে (পাঠানো চিঠিতে) এসআই সাইফুলের সুরতহাল রিপোর্টটির কথা উল্লেখ করেন ডা. শারমিন। সেখানে তিনি তনুর শরীরে আঘাত ছিল না বলে উল্লেখ করেন। 

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তনুর মা-বাবা ও ভাইদের উপস্থিতিতে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তনুর সুরতহাল তৈরি করেন এসআই সাইফুল ইসলাম। ওই সুরতহালে শুধু তনুর কানে একটি জখমের চিহ্নের কথা উল্লেখ করা হয়।

২১ মার্চ দুপুরের দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তনুর ময়নাতদন্ত করেন। ৪ এপ্রিল প্রকাশ করা প্রথম ময়নাতদন্তে তনুর মৃত্যুর কারণ বা ধর্ষণের আলামত উল্লেখ ছিল না। কঠিন সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগের এ প্রতিবেদন।

তনুর মা আনোয়ারা বেগম ন্যায়বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়ে আমরা চিন্তায় আছি। ময়নাতদন্তের রিপোর্টের জন্যই হয়তো ন্যায়বিচার পাবো না। এসআই সাইফুল সাদা কাগজে আগাম স্বাক্ষর নিয়ে সুরতহাল তৈরি করেছেন। ডা. শারমিন সুলতানাও মৃত্যুর কারণ বের করতে তনুর জখমগুলি এড়িয়ে গেছেন।’

‘ডিএনএ রিপোর্টে তনুর কাপড়ে পুরুষের শুক্রানু পাওয়া গেলেও ডাক্তার শারমিন সুলতানা ধর্ষণের আলামত বের করতে এসব পরীক্ষার উদ্যোগ নেননি কেন?’ ডাক্তারকে উদ্দেশ্য করে তনুর মা এমন প্রশ্ন করেন।

তবে তনুর মায়ের এসব অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ফোনে জানান ‘তনুর পরিবারের সদস্য, ডাক্তার ও নার্সদের উপস্থিতিতে যথাযথভাবে সুরতহাল তৈরি করা হয়। এসময় তনুর কান ছাড়া অন্য কোথাও জখমের চিহ্ন ছিল না, কোনও জখমের চিহ্নই গোপন রাখা হয়নি।’

এদিকে, ডিএনএ প্রতিবেদন সিআইডি থেকে ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডকে দিতে আদালতের নির্দেশের পাঁচদিন অতিবাহিত হলেও বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফরেনসিক বিভাগে ডিএনএ প্রতিবেদন পৌঁছায়নি বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগ ও ২য় ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।

৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রানু পাওয়া যাওয়ার খবর সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তনুর মৃত্যু নিয়ে আবারও আলোচনার ঝড় ওঠে।

রোববার সিআইডি থেকে ডিএনএ প্রতিবেদন ফরেনসিক বিভাগে সরবরাহ করতে আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ।

এ বিষয়ে কুমিল্লা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রণব কুমার রায় জানান,‘আদালতের নির্দেশনা মোতাবেক তনুর ডিএনএ প্রতিবেদন ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডকে দিতে প্রক্রিয়া চলছে।’

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে