Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৬-০২-২০১৬

বরাদ্দ বেড়েছে রেলে

বরাদ্দ বেড়েছে রেলে

ঢাকা, ০২ জুন- দেশের রেলপথ আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য রেল খাতে ১১ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় দেশের সড়ক ও রেলপথের উন্নয়নে এই বরাদ্দের প্রস্তাব দেন তিনি।

গত ২০১৫-১৬ অর্থবছরে রেলখাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা। সেই হিসাবে এবারের বাজেট প্রস্তাবে ৪ হাজার ২৩৩ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের সংশোধন করে পরবর্তীতে ৭২৬২ কোটি টাকা করা হয়।

বাজেট বক্তব্য থেকে জানা গেছে, ১১ হাজার ৯৫০ কোটি বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১১৫ কোটি টাকা। এর পাশাপাশি অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৩৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহনে রূপান্তরে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আর/১৭:১৪/০২ জুন

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে