Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০২-২০১৬

‘থ্রি-ইডিয়টস’ নিয়ে স্মৃতিকাতর আমির খান

‘থ্রি-ইডিয়টস’ নিয়ে স্মৃতিকাতর আমির খান

মুম্বাই, ০২ জুন- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সুপারস্টার আমির খান। বরাবরই তাকে সবচেয়ে নির্বাচিত চরিত্রগুলোতে বেছে বেছে অভিনয় করতে দেখা যায়। আর এইজন্যই বছরে বড়জোর একটা সিনেমায় দেখা পাওয়া যায় এই অভিনেতার! তার ক্যারিয়ারের অন্যতম শ্রেস্ঠ সিনেমা বলা হয় ‘থ্রি ইডিয়টস’কে। আর হঠাৎ করেই আমির খান সোশাল সাইটে স্মরণ করলেন ‘থ্রি ইডিয়টস’-এর অন্যতম দুই চরিত্র ফারহান ও রঞ্ছুকে!  

সিনেমার মধ্য দিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল নাড়া দেয় ‘থ্রি ইডিয়টস’। গৎবাধা পড়ালেখার মুখে দুর্দান্ত চপেটাঘাতও এই ছবিটি। রাজ কুমার হিরানির পরিচালনায় ছবিটি মুক্তির সময় তুমুল আলোচিতও হয়। শুধু তাই না, ভারতের বক্স অফিসেও দুর্দান্ত বাণিজ্য করে। এছাড়া বলিউডের এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয়কারি সিনেমা হিসেবেও শীর্ষস্থানটি দখলে রেখেছে। ক্যারিয়ারে এমন সাফল্য এনে দেয়া সিনেমাকে কি চাইলেই ভুলা যায়! অন্তত আমির খান কী ভুলতে পারেন?

না, আর তাই ১জুন হঠাৎই স্মরণ করলেন ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজ কুমার হিরানির অসাধারণ সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর একটি বিশেষ মুহূর্ত। যেখানে আমির ছাড়াও ছবির প্রধান দুই চরিত্র শারমান জোশি এবং মাধবানকে দেখা গেছে। শুধু তাই না, ওই ফ্রেমে হাস্যজ্বল মুখে দেখা গেছে পরিচালক রাজ কুমার হিরানিকেও। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে আমির খান লিখেন, ‘ম্যাডি আমার প্রিয় ফারহান সবাইকে অনেক অনেত শুভ কামনা। রঞ্ছুকে ভালোবাসা!’       

প্রসঙ্গত, বর্তমানে আমির খান ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এর কাজ নিয়ে। ছবিটির বেশির ভাগ শুটিং এরইমধ্যে সম্পন্নও করে ফেলেছেন তিনি। পাঞ্জাবের মহান কুস্তিগীর মহাবীর সিংয়ের আত্মজীবনী নির্ভর এই ছবিতে অভিনয় করছেন তিনি। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। 

আর/১৭:১৪/০২ জুন

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে