Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-৩১-২০১৬

এবার বাজেট বরাদ্দে এক নম্বরে থাকছে পরিবহন খাত

এবার বাজেট বরাদ্দে এক নম্বরে থাকছে পরিবহন খাত

ঢাকা, ৩১ মে- আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বরাদ্দে এগিয়ে আছে সড়ক পরিবহন ও সেতু ও জ্বালানী খাত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপরেই থাকতে পারে শিক্ষাখাত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে কোম্পানিগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কতা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘দু’দিন পরেই বাজেট। তাই এই মুহূর্তে বাজেট সম্পর্কে বলা অত্যন্ত অন্যায় কাজ হবে। ইতোমধ্যে বাজেটের আকার সম্পর্কে বলেছি।’

তিনি বলেন, ‘অর্থ বরাদ্দের দিক দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাত পেছনে থাকবে। এবার পরিবহন এক নম্বর আর জ্বালানি দুই নম্বর হয়ে যাবে সম্ভবত, তারপরে থাকবে শিক্ষা।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ/১৭:০০/৩১মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে