Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.4/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-৩০-২০১৬

ছবি তোলার ৭ ক্যামেরা অ্যাপ

ছবি তোলার ৭ ক্যামেরা অ্যাপ

দিন দিন স্মার্টফোনে বাড়ছে মেগাপিক্সেল। ফলে ডিএসএলআর ক্যামেরার বিকল্প হয়ে উঠেছে এসব ফোন। কিন্তু সঠিক অ্যাঙ্গেল, ফ্রেম এবং এক্সপোজারে দখল না থাকার কারণে সব সময় ফোনে ভাল ছবি পাওয়া যায় না। কিন্তু আপনার ফোনে যদি ক্যামেরা অ্যাপ থাকে তবে এর সাহায্যে ভাল মানের ছবি পাবেন। ফোনের জন্য এমন ৭ অ্যাপের খবর জানানো হলো। এই অ্যাপগুলো অ্যানড্রয়েড ফোনের জন্য কার্যকর। 

ক্যামেরা এমএক্স: এটি হল অ্যানড্রয়েড ফোনে ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী ক্যামেরা৷ বিনামূল্যে মেলে এই অ্যাপটি৷ এই অ্যাপটি পেশাদার চিত্রসাংবাদিকদের জন্য কাজে না লাগলেও যাঁরা গুগলপ্লাস এবং ইনস্টাগ্রামে ছবি আপ করেন তাঁদের জন্য এই অ্যাপ খুবই কাজের। 

ক্যামেরা জুম এফএক্স: বিনামূল্যে নয় অল্প কিছু টাকার বিনিময় মিলবে এই অ্যাপটি৷ পেশাদারদের জন্য খুবই উপযোগী এই অ্যাপটি৷ এটি মিলবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিল্টার্স এবং এফেক্টস৷ চাইলে নিজের মতোও ফিল্টার এফেক্টস বানিয়ে নিতে পারেন অথবা আগে থাকতে সেট করে রাখা এফেক্টসও ব্যবহার করতে পারেন৷

ক্যামেরা৩৬০আল্টিমেট: যদি আপনি পেশাদার চিত্র-সাংবাদিকদের মতো ছবি নাও তুলতে পারেন। নিতান্ত আনাড়ি হলেও অসুবিধে নেই৷ ক্যামেরা৩৬০আল্টিমেট অ্যাপ সঙ্গে থাকলে আপনি অনায়াসে ছবি তুলতে পারেন৷ এতেও আছে বিভিন্ন ধরনের ফিল্টার এবং এফেক্টস৷ বিনামূল্যেই মিলবে এই অ্যাপটি৷

সাইমেরা: বিনামূল্যের এই অ্যাপটি সঙ্গে থাকলে আপনাকে আর পায় কে! তখন পেশাদার চিত্রসাংবাদিকদের মতো আপনার তোলা ছবি দেখেও সকলে প্রশংসা করবে৷ ইতিমধ্যেই এক কোটি লোক ডাউনলোড করেছে অ্যাপটি৷ এই অ্যাপের সাহায্যে ছবি তুললে মনে হবে যেন কোন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়েছে৷ এতটাই ঝকঝকে হয় ছবি৷ বিশেষ করে ক্লোজআপ শটের জন্য খুবই কার্যকরী সাইমেরা অ্যাপটি৷ এতেও আছে অত্যাধুনিক ফিল্টার এবং এফেক্টস৷

ডিএসআলআর ক্যামেরা প্রো: অল্প কিছু টাকার বিনিময় ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি৷ এই অ্যাপের সাহায্যে তোলা ছবি দেখে মনে হবে যেন আসল কোন ডিএসএলআর ক্যামেরায় তোলা হয়েছে৷ আসল ক্যামেরার মতো এখানেও মিলবে আইএসও, এক্সপোজার কম্পেনসেশন, হোয়াইট ব্যালান্স এবং গ্রিডের সুবিধা৷ এছাড়াও পাবেন কালার এফেক্টস।

জিফ ক্যামেরা: আপনি যদি নিজের ছবি দিয়ে জিফ অ্যানিমেশন বানাতে চান তবে হাতে রাখুন এই অ্যাপটি৷ ছবি বাছার পর এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজে জিফ অ্যানিমেশন বানিয়ে নিন৷ চাইলে ফ্রেম রেটও ইচ্ছেমতো ঠিক করতে পারবেন৷

ক্যামেরা ফান প্রো: অল্প টাকা দিয়ে কিনতে পারেন এই অ্যাপটি৷ এই অ্যাপের আর্টিস্টিক ফিল্টারের সাহায্যে দিয়ে অনায়াসে নিজের মুখের মজাদার ছবি বানাতে পারবেন৷

আর/১২:২৪/৩০ মে

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে