Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২১ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (28 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-৩০-২০১৬

সালমান রুশদির নতুন গার্লফ্রেন্ড

সালমান রুশদির নতুন গার্লফ্রেন্ড

লন্ডন, ২৯ মে- বুকার জয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক সালমান রুশদি তার ব্যতিক্রমী ও সমালোচিত লেখার জন্য বিশ্ববিখ্যাত। অন্যদিকে তার নতুন গার্লফ্রেন্ড হচ্ছেন, তার চেয়ে বয়সে ৪০ বছরের ছোট এমন এক পপ শিল্পী, যিনি কিনা অর্ধনগ্ন হয়ে পরিবেশন করে তথাকথিত নোংরা পপ গান। এরা দুজন যখন জোড়া বাধেন তখন সেটা উদ্ভট লাগাটাই স্বাভাবিক। তবে রুশদির জন্য কিছুই হয়তো উদ্ভট নয়।  

রবিবার দ্য মেইলের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, ৪ বার বিবাহিত সালমান রুশদি কানাডার পপ শিল্পী নিক্কি মিলোভানোভিচের সাথে গোপনে ডেটিং করছেন। শিল্পী নিক্কি মিলোভানোভিচ কানাডা থেকে লন্ডনে আবাসন গেড়েছেন খ্যাতি আর অর্থের খোঁজে। তার জন্য রুশদি হচ্ছেন আদর্শ লক্ষ্য। বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের লেখক রুশদির সাথে টুইটারে প্রথম প্রথম কথা চালাচালি দিয়ে শুরু। এখন চলছে গোপন ডেটিং।  


সাবেক স্ত্রী পদ্মা লক্ষ্মীর সাথে লেখক সালমান রুশদি 

সালমান রুশদির বয়স এখন ৬৮ বছর। শুক্রবার রাতে লন্ডনের চিলট্রেন ফায়ারহাউস হোটেলের এক অনুষ্ঠানে সেলিব্রিটিদের মাঝে তাকে নজরেই পড়েনি, অথচ নিক্কির পোশাক আশাক ছিল নজরকাড়া। কিন্তু কেউ কারো সাথে প্রকাশ্যে ঘোরাঘুরি করেননি, এমনকি পার্টিও ত্যাগ করেছে আলাদা আলাদাভাবে। 

তবে নিক্কি মিলোভানোভিচের এক বন্ধু জানিয়েছেন, তারা নাকি বেশ কিছুদিন যাবত গোপনে ডেটিং করছেন। ঐ বান্ধবী বলেন, ‘নিক্কি নাকি প্রথম থেকেই রুশদির প্রতি দুর্বল ছিলেন। নিয়মিত ফোনে কথা বলতেন। নিক্কি বলেছেন, রুশদির রসবোধ নাকি প্রখর।’ 

তবে এক্ষেত্রে রুশদির অতি জনপ্রিয়তা এবং ধনসম্পত্তি নিঃসন্দেহে জ্বালানি জুগিয়েছে। মানুষের উৎসাহী চোখের আড়ালে তারা দুজনে মেফেয়ার ও নটিং হিলের নামীদামী সব রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছেন। শিল্পী নিক্কির সাথে রুশদির বড় ধরনের পার্থক্য রয়েছে, কিন্তু এসবে রুশদি আগেও পাত্তা দেননি, এখনো দেবেন বলে মনে হচ্ছে না। 

২ সন্তানের জনক রুশদি তার ৪র্থ স্ত্রী পদ্মা লক্ষ্মীকে ডিভোর্স দিয়েছেন ২০০৭ সালে। এরপর তিনি অনেক নামীদামী মডেলদের সাথে সম্পর্কে জড়িয়েছেন। নিক্কির সাথে তার সম্পর্কের ব্যাপারে রুশদির একজন মুখপাত্র বলেছেন, তারা বছরখানেক ধরে এক অন্যের পরিচিত মাত্র, বেশিরভাগ সময়ই তাদের মধ্যে কোন দেখা সাক্ষাৎ হয় না। এই শুক্রবার তারা নৈশভোজে অংশ নিয়েছেন, এর বেশি কিছু না। 

আর/১০:৩৪/২৯ মে

সাহিত্য সংবাদ

আরও সাহিত্য সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে