Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-২৯-২০১৬

সরকার টিকিয়ে রাখতেই জয়-মেন্দি বৈঠক

সরকার টিকিয়ে রাখতেই জয়-মেন্দি বৈঠক

ঢাকা, ২৯ মে- ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়নি, আওয়ামী লীগ নেতাদের এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। দেশবাসীও তা বিশ্বাস করে না।’

বৈঠকের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বলাটা মুশকিল, তবে আভাস পাওয়া যায়- সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে।’ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মেন্দি এন সাফাদি যে কথা বলেছেন তাতে করে জয়ের নীরব থাকা প্রশ্নবিদ্ধ। গণমাধ্যমে তাদের (সাফাদি-জয়) সাক্ষাতের বিষয়ে খবর এসেছে। কিন্তু এখন আওয়ামী লীগের নেতারা বলছেন, এটা নাটক। অথচ একই ব্যক্তির (সাফাদি) সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরী কথা বললে তা রাষ্ট্রদ্রোহ হয়, আর প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে বৈঠক হলে হয় দেশপ্রেমিক। এখন সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, জনগণ সেটি দেখতে চায়।’

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সাফাদির বৈঠক নিয়ে তোলপাড়ের মধ্যেই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাফাদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর তার সাক্ষাৎ হয়েছিল। বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাদের কথা হয়।

বাংলাদেশ সরকার উৎখাতে সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আটক করে এরই মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একজন নিরীহ মানুষকে (আসলাম চৌধুরী) মিথ্যা তথ্য ও ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর এখন যখন থলের বিড়াল বের হয়ে গেল তখন ‘‘নাটক ও উদ্দেশ্যপ্রণোদিত’’ বলা হচ্ছে। এতে কাজ হবে না। কারণ, জনগণ তা মেনে নেবে না।’

রিজভী বলেন, ‘সরকার কত ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তকারী হতে পারে, এর দৃষ্টান্ত হচ্ছে জয় ও মেন্দির বৈঠক। আজকে এই যে ঘটনা ঘটলো এ জন্য শুধু বিএনপি নয়, দেশের সমগ্র জনগোষ্ঠী জানতে চায়, সরকার কী ব্যবস্থা নিচ্ছে?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার মিথ্যা তথ্যের ওপর ভর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, যাতে করে একটি কার্যকর আন্দোলন গড়ে উঠতে না পারে।

সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটারবিহীন এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এ সব মামলা দেয়া হচ্ছে। ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এমন কোনো জায়গা নেই যেখানে তারা কাজ করছে না।’ দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলেও তারা সেই কাজগুলো করছে বলেও অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিদায়ী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এফ/১৬:১৩/২৯ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে