ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু ফেইসবুকে অ্যাকাউন্ট নেই—এমন মানুষের সংখ্যা কম নয়। আর তাই বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে নিজেদের আয়ের পরিমাণ আরো বাড়াতে ফেইসবুকে প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞাপন সব ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের দেখানোর উদ্যোগ নিয়েছে ফেইসবুক।
এসব বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপে প্রদর্শন করা হবে। অর্থাৎ ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য বা ‘কুকিজ’ সংগ্রহ করে তাদের পছন্দের সাইট বা অ্যাপগুলোতে বিজ্ঞাপন প্রচার করবে ফেইসবুক। নতুন এ উদ্যোগ চালু হলে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
-টাইমস অব ইন্ডিয়া
এফ/০৮:৪০/২৯মে