Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-২৭-২০১৬

দুঃসংবাদ থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই

দুঃসংবাদ থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই

ঢাকা, ২৭ মে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে ব্রেকিংনিউজ দেখলেই দুঃসংবাদ জানতে পারি, অমুককে হত্যা করা হয়েছে এবং অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই সমস্ত দুঃসংবাদ ও অন্যায় জুলুম থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আলোচনাসভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, “সকল অপরাধের তদন্ত করতে হবে। বিএনপির হলে অপরাধ না করেও অপরাধী অথচ আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা অপরাধী নয়। তাদের বিরুদ্ধে তদন্ত হবে না এটা মেনে নেয়া যায় না।”

তিনি বলেন, “দেশে গণতন্ত্র নেই, যখন অনির্বাচিতরা রাষ্ট্রক্ষমতায়, নির্বাচিত মেয়ররা জেলে সেই পরিবেশে স্থানীয় সরকার নির্বাচনের নামে প্রহসন হচ্ছে।” এসময় তিনি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন।

এফ/১৬:৪৪/২৭ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে