Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (33 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২৫-২০১৬

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল

অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল

ওয়াশিংটন, ২৫ মে- যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওয়েব সাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে সুইডেনের নিম্ন আদালত। ইকুয়েডরের লন্ডন দূতাবাসের আশ্রয়ে অ্যাসাঞ্জের থাকা, আর আটক অবস্থায় থাকা এক নয় বলেও বুধবার মন্তব্য করে আদালত।

৪৪ বছর বয়সী অ্যাসাঞ্জ তার নিজ দেশে ওয়ান্টেড তালিকাভুক্ত একজন আসামি। নিজেকে নির্দোষ দাবি করলেও ২০১০ সালের একটি ধর্ষণ মামলায় অনেক আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার নামে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক হ্যাকার অ্যাসাঞ্জ প্রায় ৯০ হাজার মার্কিন গোপন নথি ফাঁস করে দেয়ার মাধ্যমে আলোচনায় আসেন।

ধর্ষণ মামলা থেকে বাঁচতে ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসেই বাস করছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রে উইকিলিকসের কর্মকাণ্ড নিয়েও তদন্ত চলছে। এ মামলাতে দোষী সাব্যস্ত হওয়ার ভয় পাচ্ছেন বলে রয়টার্সকে জানান অ্যাসাঞ্জ।

আদালত তার বিবৃতিতে জানায়, ‘ধর্ষণ মামলায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করার মতো সম্ভাব্য প্রমাণ রয়েছে। এছাড়া সম্ভাবনা অনেক কম হলেও বিচার বা সাজা হওয়ার হাত থেকে পালিয়ে বাঁচতে সে চেষ্টা করতে পারে।’

যুক্তরাজ্যের একটি প্যানেলের ভাষ্যমতে, অ্যাসাঞ্জের দূতাবাসে অবস্থানকে স্বেচ্ছাবন্দীত্বের সঙ্গে তুলনা করা যেতে পারে, এ যুক্তি দেখিয়ে যে স্টকহোমের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আবেদন করেছিল অ্যাসাঞ্জের আইনজীবীরা। গত বছর সুইডেনের সুপ্রিম কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে জন্য করা অ্যাসাঞ্জের এ আপিল খারিজ করে দেয়। তবে সে রায়ের বিরুদ্ধেও স্বাভাবিকভাবে আপিল করা হবে বলে জানান অ্যাসাঞ্জের সুইডিস আইনজীবী থমাস অলসন।

এফ/২৩:৩৫/২৫মে

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে