ঢাকা, ২৫ মে- উপস্থাপিকা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন বর্তমানে জনপ্রিয় এ অভিনেত্রী। মিডিয়াতে আসার অল্প সময়ের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে করে নেন তিন।
বাঁধনের এই সময়ের ব্যস্ততা নিয়ে কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, “ঈদের বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। এর মধ্যে কয়টা প্রচার হবে তা বলা যাচ্ছে না।কারণ সেটা একান্তই পরিচালকের ব্যাপার। তবে আগের ধারাবাহিকগুলোর পাশাপাশি নতুন আরও একটি ধারাবাহিক এ কাজ শুরু করছি।”
বাঁধন জানান, ঈদের ৫-৬টি একক নাটকে কাজ করছেন। এর ভেতরে ৩টা নাটকের কাজ শেষ, বাকিগুলোর কাজ চলছে।
চলচ্চিত্রে কাজ করার কোনো ইচ্ছা আছে কি না জানতে চাইলে বাঁধন বলেন, এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করার অফার পেয়েছি। তবে গল্প ভালো না হওয়ায় এবং প্রস্তুতি না থাকায় করা হয়নি। তবে এখন প্রস্তুতি নিচ্ছি। ভালো গল্প পেলে কাজ করার পরিকল্পনা আছে।
বর্তমানে এই টিভি অভিনেত্রীর পাঁচটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে আরটিভিতে নির্মাতা সাগর জাহানের রচনা এবং পরিচালনায় ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, একুশে টিভিতে অঞ্জন আইচের ‘রূপকথার মা’ ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন চ্যানেলে বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।
আর/১৭:১৪/২৫ মে