তেহরান, ২৩ মে- আফগানিস্তান, ভারত এবং ইরানের মধ্যে একটি ত্রি-দেশীয় সংযোগ সড়ক নির্মাণে এক চুক্তিতে স্বাক্ষর করেছে দেশ তিনটির রাষ্ট্রপ্রধানরা। ইরানের চাভার বন্দরে অনুষ্ঠিত এক বৈঠকে অংশগ্রহণ শেষে চুক্তিতে স্বাক্ষর করেন ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ইরানে একটি কৌশলগত বন্দর উন্নয়নে ভারত ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া দুই দেশ মিলে আরো কয়েকশ মিলিয়ন ডলারের প্রকল্পে বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে।
ভারত ও আফগানিস্তানের দুই নেতার সঙ্গে বসে টেলিভিশনে দেয়া ভাষণে রুহানি বলেন, ‘আজ তিন দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত। তেহরান থেকে নয়াদিল্লি এবং কাবুল পর্যন্ত এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা যে আঞ্চলিক তিন দেশের যৌথ সহায়তার মধ্য দিয়ে উন্নয়নের পথ সামনে এগিয়ে যাবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা সারা পৃথিবীর সঙ্গেই সংযোগ তৈরি করতে চাই। তবে আগে নিজেদের মধ্যে সংযোগ তৈরি করাকেই আমরা প্রধান্য দিচ্ছি।’
বর্তমানে ইরান সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত এক দশকে এটাই কোনো ভারতীয় প্রধামন্ত্রীর এ ধরনের প্রথম সফর। সফরে মোদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। রোববার দুই দিনের এক সফরে প্রতিনিধি দলসহ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছান মোদি।
এফ/২৩:৩০/২৩ মে