Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-২৩-২০১৬

পদ্মাসেতুর ৩৪ শতাংশ কাজ সম্পন্ন

পদ্মাসেতুর ৩৪ শতাংশ কাজ সম্পন্ন

মুন্সীগঞ্জ, ২৩ মে- পদ্মাসেতুর ৩৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ১১টি পাইলের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া নবনির্মিত দুটি ব্রিজের ভিত্তিপ্রস্তর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চালকরা সচেতন না। এ কারণেই প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাই ইজি বাইকের চালকদের সচেতন হতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সিকদার ও মেদেনি মণ্ডল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ হোসেন খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।  

আর/১৭:১৪/২৩ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে