Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২৩-২০১৬

পুরাতন মটোরোলা ফোল্ডিং আসছে স্মার্টফোন হয়ে

পুরাতন মটোরোলা ফোল্ডিং আসছে স্মার্টফোন হয়ে

সবার হাতে যখন সাধারণ মোবাইল ফোন ছিল তখন স্লিম ফোল্ডিং মোবাইল ফোন বের করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটি এতটাই জনপ্রিয় হয়েছিল সারা পৃথিবীতে ১৩০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়। অ্যান্ড্রয়েড বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে মটোরোলা সেই ফোল্ডিং সেট আনছে স্মার্টফোন করে। 

২০০৪ সালে সর্বপ্রথম বাজারে আসে মটো রেজার। সে সময় বেশ দেরিতে হলেও সে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে মটোরোলার নতুন মালিক লেনোভো। ২০১৪ সালে  চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো গুগলের কাছ থেকে মটোরোলার ফোন ব্যবসা অধিগ্রহণ করে। শিগগিরই মটোরোলা রেজারের নতুন ভার্সনটি নতুন চমক হিসেবে বাজারে আনতে যাচ্ছে লেনোভো।

গত বছর থেকেই অ্যান্ড্রয়েড ফোন হিসেবে মটোরোলা রেজার বাজারে আনার পরিকল্পনা করে লেনেভো। এরই লক্ষ্যে নতুন নতুন সফটওয়্যার ও ফিচার তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে রেজার ২ নামে নতুন টাচস্ক্রিন ফোন বাজারে আনে মটোরোলা।

এফ/১০:০৫/২৩মে

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে