সিউল, ২২ মে- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ব্যস্ত একটি এলাকা গ্যাংম্যান স্টেশন। সেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শহরের ব্যস্ত মানুষেরা। অস্থায়ী একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে এখানে। আর সেই স্মৃতিসৌধটি বানানো হয়েছে ২৩ বছরের এক তরুণীর স্মরণে, যাকে গত সপ্তাহে খুন করা হয়েছে।
ওই তরুণীকে খুন করার কারণ, সে একজন নারী। খুনের কয়েক ঘণ্টা পরই এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। আটক ৩৪ বছরের যুবক জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই তরুণীকে চিনতো না সে। তবে তরুণীকে হত্যা করেছে ওই যুবকই। এর কারণ হিসেবে সে জানায়, অনেক নারী বিভিন্ন সময়ে তাকে অপমান করেছে। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে ওই তরুণীকে হত্যা করেছে সে। কারণ সেও একজন নারী।
মঙ্গলবার কয়েকজন বন্ধুর সঙ্গে সিউলের একটি বারে গিয়েছিল তরুণীটি। রাত একটার দিকে বারের একটি টয়লেটে পাওয়া যায় তার লাশ। এর প্রতিবাদে তৈরি করা অস্থায়ী স্মৃতিসৌধটিতে প্রতিদিন লোকজন লিখে যাচ্ছেন নানা প্রতিবাদলিপি।
একজন লিখেছে, ‘শুধু নারী হওয়ার কারণেই কাউকে খুন করা যেতে পারে না।’ আরেকজন লিখেছে, ‘তার জায়গায় আমিও হতে পারতাম।’ ঘটনাটি নিয়ে সিউলের দৈনিক জুংঅং ইলবো তাদের সম্পাদকীয়র শিরোনাম করেছে ‘ওমেন অ্যাট রিস্ক’ (নারীরা ঝুঁকিতে)। ঘটনাটি নিয়ে সিউলে হচ্ছে নানা মিছিল, মিটিং আর প্রতিবাদ সমাবেশ। বিচারের দাবিতে উত্তাল শহরটি।
এফ/০৭:০০/২২মে