Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২১-২০১৬

কাকতালীয়: একসঙ্গে লিফটে আটকা পড়লেন ৩ মেয়র

কাকতালীয়: একসঙ্গে লিফটে আটকা পড়লেন ৩ মেয়র

ওয়াশিংটন, ২১ মে- একসঙ্গে একটি বৈঠকে গিয়েছিলেন তিন মেয়র। বৈঠক শেষে একইসঙ্গে লিফটে ওঠেন তারা। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। তবে এর পরেই ঘটলো কাকতালীয় একটি ঘটনা। পরের ৪০ মিনিট সময় শুনতে কৌতুক মনে হলেও আসলে কৌতুক নয়। পুরো সময়টা একসঙ্গে লিফটে আটকা পড়েছিলেন ওই তিন মেয়র।

এপি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পেলসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের মেয়র বিল পেডুটো একই অঙ্গরাজ্যের মিলভেল এবং লিটসডেল শহরের মেয়রের সঙ্গে বৈঠক শেষে তাদের নিয়েই স্থানীয় হোটেল ওয়েস্টিন’র লিফটে চড়ে নিচে নামছিলেন। এমন সময়ই আটকে যায় লিফটটি।

লিফটে মোবাইল নেটওয়ার্ক না থাকায় মুঠোফোনেও পাওয়া যাচ্ছিলো না তাদের। সৌভাগ্যক্রমে লিফটে আটকে পড়া আরো একজন ওই হোটেলে চাকরি করতো। সে ওয়াকিটকির মাধ্যমে লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একজনকে বিষয়টি জানাতে সক্ষম হয়। এরপর সেখানকার এক নিরাপত্তা কর্মী এসে তাদের উদ্ধার করে।


পিটসবার্গ শহরের মেয়র বিল পেডুটো

এফ/২৩:২৮/২১মে

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে