Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২০-২০১৬

ধেয়ে আসছে রোয়ানু। আগামী দু’দিনে ভাসবে কলকাতা-সহ বাংলা

ধেয়ে আসছে রোয়ানু। আগামী দু’দিনে ভাসবে কলকাতা-সহ বাংলা

কলকাতা, ২০ মে- ঘূর্ণিঝড় রোয়ানুর দাপটে আজই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝড় আছড়ে পড়তে পারে। তার সঙ্গে যোগ হতে পারে বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দফতর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগলি-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। 

বৃহস্পতিবারও এই ঘূর্ণিঝড়টি নিজের অবস্থান সেভাবে বদল করেনি। পশ্চিমবঙ্গের উপকূল এলাকা বরাবর উত্তর-পূর্ব দিকে এগিয়ে ঘূর্ণিঝড় রোয়ানু আগামীকাল রাত খেকে পরশু সকালের মধ্যে বাংলাদেশের কক্সবাজার এবং খেপুপাড়া পার হবে বলে জানা গিয়েছে।

এফ/১৬:১১/২০মে

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে