Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (37 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২০-২০১৬

মিস ফিনল্যান্ডের মুকুট জিতেছেন শিরলি

মিস ফিনল্যান্ডের মুকুট জিতেছেন শিরলি

হেলসিংকি, ২০ মে- এবার মিস ফিনল্যান্ডের মুকুট জিতেছেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শহরের সুন্দরী শিরলি কারভিনেন। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে তুরকু শহরের হেতা সাল্লীনেন ও হেলসিংকি শহরের আরেক সুন্দরী এলি-নরা কসকেলা। রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ফিনল্যান্ড-২০১৬ এর গ্র্যান্ড ফিনালে। এতে বিচারকদের রায়ে মিস ফিনল্যান্ডের মুকুট পরিয়ে দেয়া হয় ২৩ বছর বয়সী শিরলির মাথায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আসন্ন ‘মিস ওয়ার্ল্ড-২০১৬’ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন শিরলি কারভিনেন। মিস ফিনল্যান্ড ২০১৬-এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নিয়েছেন ১০ জন প্রতিযোগী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফরম্যান্সে অংশ নেন। বিচারকদের বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিতেও দেখা গেছে তাদের।

আর/১০:১৪/১৯ মে

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে