Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-২০-২০১৬

বাংলালিংক ও টেলিটকের বায়োমেট্রিক সিস্টেম হ্যাক!

বাংলালিংক ও টেলিটকের বায়োমেট্রিক সিস্টেম হ্যাক!

চলমান বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলালিংক ও টেলিটকের বায়োমেট্রিক সিস্টেম হ্যাক করার দাবি করেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স (বিবিএইচএইচ) নামে একটি হ্যাকার্স সংগঠন।
সংগঠনটির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ দাবি করেছে তারা। পোস্টে বাংলালিংকের ওয়েব ঠিকানা এবং টেলিটকের নাম্বার সম্বলিত ৩টি ছবি দেয়া হয়েছে। যে ছবিগুলোকে বায়োমেট্রিক সিস্টেমের নিরাপত্তা ভাঙ্গার প্রমাণস্বরুপ স্ক্রিনশট বলেও দাবি তাদের।

ওই পোস্টে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স দাবি জানায়, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে দেশের ইতিমধ্যেই কয়েক কোটি মোবাইল ব্যবহারকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ; অপেক্ষায় আরো কয়েক কোটি ব্যবহারকারী। দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিবিএইচএইচ এর গঠনতন্ত্রে তার মেম্বারদের জন্য দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইটি সিস্টেম, ওয়েব সাইট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, হ্যাক নিষিদ্ধ ছিল।’

তারা বলছে, ‘ইনফরমেশন সিকিউরিটি (তথ্যের নিরাপত্তা) নিয়েই যেহেতু আমাদের কাজ এবং এই দেশের সচেতন নাগরিক হিসেবে বায়োমেট্রিক প্রদ্ধতির নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই শংকিত ছিলাম। সেই শংকা থেকেই এবং এতো বেশী অংকের মানুষের তথ্যের নিরাপত্তা নিয়ে শংকা থেকেই আমাদের গ্রুপ বায়োমেট্রিক প্রদ্ধতির নিরাপত্তা সিস্টেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে যাতে বড় ধরনের ডাটা লিক ঠেকানো যায়। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এটি করা। কিন্ত পরীক্ষা নিরীক্ষার শুরুতেই বায়োমেট্রিক সিস্টেমে বেশ কয়েকটি বড় ধরনের সিকিউরিটি ফল্ট (বাগ) আমাদের নজরে আসে এবং সাকসেসফুলী (সফলভাবে) বায়োমেট্রিক সিস্টেমের নিরাপত্তা ভাংতে সক্ষম হই এবং হ্যাক হয় বায়োমেট্রিক সিস্টেম।’

ওই পোস্টে সংগঠনটি থেকে আরো বলা হয়, ‘দেশের স্বার্থে আমরা সিস্টেমের বাগ পাবলিকলি এক্সপোজ করছি না। সিস্টেমের নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি স্পেশালিস্ট কেউ সম্পূর্ণ বাগ রিপোর্ট এবং অধিকতর নিরাপদ বায়োমেট্রিক সিস্টেম গড়ে তুলতে সহযোগিতার জন্য বিবিএইচএইচ সব সময় প্রস্তুত আছে।’

তারা জানায়, বায়োমেট্রিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সংশ্লিষ্ট টীম এর টীম লীডার ছিলেন : হোয়াইট ড্রাগন (মডারেটর অব বিবিএইচএইচ)।

এ বিষয়ে জানতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আর/১০:১৪/১৯ মে

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে