Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-১৯-২০১৬

শিক্ষক লাঞ্ছনাকারীদের আইনী সহায়তা দেবে না সুপ্রিম কোর্ট বার

শিক্ষক লাঞ্ছনাকারীদের আইনী সহায়তা দেবে না সুপ্রিম কোর্ট বার

ঢাকা, ১৯ মে- নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আইনী সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন। বরং শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চাইলে তাকে আইনী সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের এই অবস্থানের কথা তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বার ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চাইলে আইনী সহায়তা দেওয়া হবে, কিন্তু দোষীদের কাউকে আইনী সহায়তা দেবে না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যরা।

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত ১৩ মে শ্যামল কান্তি ভক্তকে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠবস করান। এর আগে ওই শিক্ষককে মারধোরও করা হয়।

প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরইমধ্যে বিভিন্ন সংগঠন সেলিম ওসমানের গ্রেফতার দাবি করেছে।

এফ/২২:২৪/১৯মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে