Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-১৯-২০১৬

বাবার নামে সুইমিং কমপ্লেক্স, জানেন না সৈয়দ আশরাফ!

বাবার নামে সুইমিং কমপ্লেক্স, জানেন না সৈয়দ আশরাফ!

ঢাকা, ১৯ মে- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রধানতম পুরুষ, যার প্রত্যক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করে।

স্বাধীনতা যুদ্ধসহ বাংলাদেশ গঠনে বেশ অবদান রাখা এ মহাপুরুষের নামে তৈরি করা হয়েছে বেশ কয়টি স্কুল, কলেজ এবং সুইমিং কমপ্লেক্স।

তার নামে নামকরণ করা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স। অতচ সে কথা জানেনই না তার পুত্র আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আশরাফ।

বৃহস্পতিবার মিরপুর ২ নম্বরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এর লোগো উন্মেচন ও উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

আশরাফ বলেন, আমি জানিই না এখানে সুইমিং কমপ্লেক্স আছে আর সেটা আবার বাবার নামে করা। আজই প্রথম জানলাম। সে সময় তিনি তার ছোট বেলার বেড়ে ওঠার গল্প বলেন। তুলে ধরেন ছোট বেলায় কাটানো স্মৃতি।

আর/১৭:৩৪/১৯ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে