Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.4/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১৯-২০১৬

২৪ ঘন্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড়

২৪ ঘন্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড়

হায়দ্রাবাদ, ১৯ মে- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপোসারগরে তৈরি হওয়া ঘূর্ণবাতের প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুর পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণীঝড় ‘রনু’৷ এমনই বার্তা পাওয়া গিয়েছে হাওয়া অফিস সূত্রে৷

ইতিমধ্যেই তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ সহ গোটা পূর্ব উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷চেন্নাই আবহাওয়া দফতরের ডিরেক্টর এস বালাচন্দ্রণ জানিয়েছেন যে, বঙ্গোপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাতই সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে৷

এর ফলে কাঞ্চিপুরাম, ত্রিরুভাল্লুর ও তিরুভান্নামালাই প্রভৃতি জেলায় ২৫ সেমি বা তার অধিক বৃষ্টিপাতেরও সম্ভবনা আছে বলে তিনি জানিয়েছেন৷ এই মুহূর্ত চেন্নাই থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি৷ ক্রমশ তা অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। এর পরে তা উত্তর-পূর্ব দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। হাই অ্যালার্ট জারি করার ফলে সতর্ক করা হয়েছে মৎসজীবীদেরও৷ সুত্র-কলকাতা২৪

আর/০৭:৪৫/১৯ মে

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে