Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-১৯-২০১৬

এনজিও বিল চূড়ান্ত, পাস আগামী অধিবেশনেই  

এনজিও বিল চূড়ান্ত, পাস আগামী অধিবেশনেই  

ঢাকা, ১৮ মে- সংবিধান বা সাংবাবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অশোভন মন্তব্য করলে মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধার রেখে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের (এনজিও) ‘রেগুলেশন বিল-২০১৬’ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। বিলটি আগামী অধিবেশনেই পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৮ মে) বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের মিডায় সেন্টারে প্রেসব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এসময় কমিটি সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।

সুরঞ্জিত বলেন, ‘সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অশালীন অশোভন আচরণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারবে।’

সেনগুপ্ত আরো বলেন, ‘সমালোচনা করা যাবে, তবে গালিগালাজ করা যাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই সংবিধান বা সাংবিধান প্রতিষ্ঠান নিয়ে যা ইচ্ছে তাই মন্তব্য করা যাবে না।’

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দেয়াকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এ সম্পর্কে জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘অরিজিনাল কনস্টিটিউশনের বিরুদ্ধে জাজমেন্ট চলে না। এটা মীমাংসিত ইস্যু। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। এটা আদালতের কোনো বিষয় না।’

নারায়ণগঞ্জে শিক্ষক নির্যাতনের বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘এ নিয়ে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী আরোও অনেক বিজ্ঞজনেরা বলেছেন- এটা সমর্থনযোগ্য না। তারা তদন্ত করছে, অবশ্যই  ব্যবস্থা নেয়া হবে।’ 

আর/১০:৩৪/১৮ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে