Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১৭-২০১৬

সিলেটের ডা. শফিক হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় আমীর! 

সিলেটের ডা. শফিক হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় আমীর! 

সিলেট, ১৭ মে- মানবতাবিরোধী অপরাধে ১১ মে দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। এর আগে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দলের আরো তিন শীর্ষ নেতার মৃত্যুদ- কার্যকর করা হয়। আর তাদের অনুপস্থিতিতের এখন দলটি অনেকটা নেতৃত্ব শুন্য হয়ে পড়েছে।

নিজামী ও মুজাহিদ গ্রেপ্তার পর গত কয়েক বছর ধরে ভারপ্রাপ্তদের দিয়েই চলছে জামায়াত ইসলামী। দলের এ সমস্যাসংকুল অবস্থায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন সিলেট মহানগর জামায়াতের সাবেক আমীর ডা. শফিকুর রহমান।

দলের আমীর ও সেক্রেটারি জেনারেলের ফাঁসির রায় কার্যকর হওয়ায় ওই দুটি পদে এখন কারা আসছেন তা নিয়ে দল ও দলের বাইরে চলছে নানা জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এ পদগুলোতে বসতে পারেন এমন অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ডা. শফিকুর রহমানের নাম রয়েছে সবার আগে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির নির্বাচিত আমীর দায়িত্ব পালন করেন তিন বছর। তবে গত বছরের জুনে দলের মুদ্রিত গঠনতন্ত্রের ৫৯তম সংস্করণের ধারা ১৫-এর ৬ এর (ঘ) উপধারায় বলা হয়েছে- ‘কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে জামায়াতের আমীর নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মপরিষদ নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার অনুমোদন সাপেক্ষে ওই পদে বহাল থাকবেন।’

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে রুকন সম্মেলনের মাধ্যমে আমীর নির্বাচনের সুযোগ না থাকায় ভিন্নপন্থায় রুকনদের ভোট বা মতামত নিয়ে আমীরসহ অন্যান্য পদে নেতা নির্বাচনের চিন্তা-ভাবনা চলছে। তবে দলটির ভারপ্রাপ্ত আমীরের দায়িত্বে থাকা মকবুল আহমাদই ‘ভার’মুক্ত হয়ে আমীর এবং ডা. শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি। ডা. শফিককে দলের আমীর পদেও দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নেতৃত্বে এ দৌঁড়ে তার সামনে রয়েছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এফ/১০:৪০/১৭মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে