Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-১৭-২০১৬

শিক্ষক লাঞ্ছনায় সাংসদকে ক্ষমা চাইতে বললেন হানিফ

শিক্ষক লাঞ্ছনায় সাংসদকে ক্ষমা চাইতে বললেন হানিফ

ঢাকা, ১৭ মে- নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগে চরমভাবে অপমানিত করায় সাংসদ সেলিম ওসমানকে ক্ষমা চাইতে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

হানিফ বলেন, ‘আমি খুবই মর্মাহত। একজন শিক্ষক, প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে চরমভাবে অপমানিত করা হয়েছে। সবচেয়ে লজ্জাজনক এই যে, ওই এলাকার সাংসদ নিজে এটি করেছেন। কোন বিবেকে তিনি প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করালেন তা আমার বোধগম্য নয়। একজন সাংসদ হিসেবে আমি আজ লজ্জিত। আমি আশা করি, ওই সাংসদ লাঞ্ছিত শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাইবে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। আর জাতীয় পার্টির চেয়ারম্যানসহ সবাইকে বলবো- আপনারা আপনাদের সাংসদকে জাতির কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেন। জাতি এটি দেখতে চায়।’

শিক্ষা খাতে বিনামূল্যে বই প্রদানসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে হানিফ বলেন, ‘আমরা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছি। আজ শিক্ষার আলো এমনই পৌঁছেছে যে সাংসদ হয়ে প্রধান শিক্ষককে কানধরে ওঠবস করানো হয়। ধিক্কার জানাই, নিন্দা জানাই।’

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নারায়ণগঞ্জে স্থানীয় এক শিক্ষককে কান ধরে ওঠবস করিয়েছিলেন জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান।

এফ/১০:১৫/১৭মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে