Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.5/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৫-২০১৬

অভিনয়ে আসবো কখনোই ভাবিনি

সাইমুম সাদ


অভিনয়ে আসবো কখনোই ভাবিনি

ঢাকা, ১৫ মে- সবই ঠিকঠাক ছিলো। হঠাৎ গোপন থেকে বের হয়ে অপু বিশ্বাস বললেন, সিনেমাটিতে কাজ করা তার সম্ভব হচ্ছে না। নির্মাতা শামিম আহমেদ রনির মাথায় হাত। ‘বসগিরি’-চলচ্চিত্রের নায়িকা কে হবেন? ‍শুটিং শুরু হবে দশ দিনের মাথায়। এই সময়ের মধ্যে কে হবেন বসগিরি’র নায়িকা? এগিয়ে এলেন শাকিব। 

ঢাকাই সিনেমার নতুন নায়িকাদের মিছিয়ে যোগ হলো আরেকটি নাম। শবনম ইয়াসমিন বুবলী। শুরুটাই চমক দিয়ে। সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে। সেকারণেই বুবলীকে নিয়ে ইন্ডাস্ট্রি তো বটেই গণমাধ্যমগুলেও চলছে সরগরম। 

কে এই বুবলী? জানা গেলো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে পড়ছেন তিনি। পড়াশোনার ফাঁকে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন একটি স্যাটেইলাট চ্যানেলে। প্রায় পাঁচবছর সেখানে কর্মরত আছেন তিনি। সংবাদ পাঠিকা থেকে চোখের পলকেই হয়ে উঠলেন নায়িকা। কিভাবে? 

সেই গল্পটাই জানালেন তিনি, ‘শাকিব খানের একজন অ্যাসিসট্যান্ট কোনভাবে টিভিতে আমার নিউজ পড়া দেখেছিলেন কিংবা আমার কোন ছবি পেয়েছিলেন। তারপর শাকিব খানকে আমার কথা বলেন। ঠিক সেই সময়ে নতুন একটি সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছিলেন শাকিব। সেই ছবির জন্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। তারপরই উনার সঙ্গে পরিচয়। পরে বসগিরিতে আমাকে কাস্ট করা হলো।’

তবে সিনেমায় অভিনয়ের কোনদিনই আগ্রহ ছিলো না তার। যেমনটি জানালেন, ‘অভিনয়ে আসবো, আমি কখনোই ভাবিনি। যদিও মডেলিং, টিভি নাটক, টেলিফিল্ম ও সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয়ের কোন পরিকল্পনা আমার কখনোই ছিলো না।’

এমনকি বসগিরি’তে অভিনয়ের জন্যও পরিবার থেকে শুরুতে কোন সহযোগিতা পাননি। পরিবার থেকে বলা হয়েছিল নিউজ প্রেজেন্টেশনে আছো সেখানেই তো ভালো আছো আবার সিনেমায় যাওয়ার দরকার কী? পরে ছবির গল্পটি পড়ার পর পরিবার থেকে গ্রিন সিগন্যাল মেলে 

মূলত শাকিব খানের উৎসাহেই সিনেমায় নাম লেখান বুবলী। বুবলীকে নিয়ে শাকিব খানও বেশ আশাবাদি। জানালেন, ‘বুবলি সুন্দরী, শিক্ষিতা, বিনয়ী এবং পরিশ্রমী। ও খুব অল্প সময়েই চলচ্চিত্রে শক্ত অবস্থান করে নেবে। এটা আমার বিশ্বাস।’

গত ৫ মে থেকে ‘বসগিরি’র সিনেমার শুটিং শুরু হয়েছে। পরশু থেকে প্রথমবারের মতো শুটিংয়ে অংশ নেবেন বুবলী। ছবিতে আরও থাকছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ। 

এফ/২২:৫৯/১৫মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে