Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.3/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১৩-২০১৬

৯/১১’র হামলায় সৌদি কর্মকর্তাদের সমর্থন ছিল

৯/১১’র হামলায় সৌদি কর্মকর্তাদের সমর্থন ছিল

ওয়াশিংটন, ১৩ মে-  যুক্তরাষ্ট্রের ২০০১ সালের ৯/১১ হামলার সঙ্গে জড়িতদের প্রতি সৌদি সরকারের কর্মকর্তাদের সমর্থন ছিল বলে মন্তব্য করেছেন হামলার ঘটনা তদন্তে ২০০৪ সালে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সাবেক সদস্য জন এফ লেহম্যান।

লেহম্যান ৯/১১ ঘটনা তদন্তে গঠিত স্বাধীন কমিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি বলেন, ‘তৎকালীন সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা ওই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে প্রচুর প্রমাণ ছিল।’

এ বিষয়ে লেহম্যান ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেন, ‘হামলাকারীদের প্রতি সৌদি কর্মকর্তাদের সমর্থনের বিষয়ে আমাদের কাছে প্রচুর প্রমাণ ছিল। তখন আমাদের এই প্রতিবেদনকে সৌদি সরকার মোটেও গুরুত্ব দেয়নি। এমনকি তখন দেশটি এ বিষয়ে কোনো তদন্ত করার প্রয়োজনও মনে করেনি।’

তদন্তকারীরা সৌদি আরবের আভ্যন্তরীণ নেতৃত্ব এবং আন্তর্জাতিকভাবে সংঘটিত আত্মঘাতী হামলাগুলোর তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে এই সিদ্ধান্তে উপনীত হন। তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত ১৮ জনের মধ্যে ১৫ জনই সৌদি আরবের। এদের মধ্যে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন অন্যতম।

২০০৪ সালের প্রতিবেদনে কমিশন জানিয়েছিল, সন্ত্রাসীদের সঙ্গে রিয়াদের কোনো সম্পৃক্ততার বিষয়ে কোনো প্রমাণ পায়নি তারা। তবে প্রতিবেদনের শেষে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে সৌদি আরবকে আল কায়েদার অর্থের প্রাথমিক জোগানদাতা মনে করা হলেও সৌদি সরকার এবং দেশটির কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে আল-কায়েদাকে অর্থ দিয়েছে- এমন তথ্য আমরা পাইনি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইনস টাওয়ার এবং সামরিক সদর দপ্তর পেন্টাগনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাটি ৯/১১ হামলা নামে পরিচিত। হামলায় সৌদি আরবের ভূমিকাসংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলটি পাস হলে মার্কিন আদালত ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারে।

এফ/২৩:২৪/১৩মে

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে