Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১৩-২০১৬

সপ্তম গ্রেডের বেতন চান মেডিকেল রিপ্রেজেনটেটিভরা

সপ্তম গ্রেডের বেতন চান মেডিকেল রিপ্রেজেনটেটিভরা

ঢাকা, ১৩ মে- ঘোষিত জাতীয় বেতন স্কেলে সপ্তম গ্রেডে বেতনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এসএমএম রহমান বলেন, ‘বাংলাদেশের ওষুধ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে। কিন্তু মেডিকেল রিপ্রেজেনটেটিভরা বছরের পর বছর ধরে চাকরিতে বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

‘দেশে ৩৫৬টি ফার্মাসিউটিক্যালস, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওসহ প্রায় ৭৫০টি ওষুধ কোম্পানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওষুধ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসলেও বেতন, সরকারি ছুটি, চাকরির নিরাপত্তাসহ বিভিন্নভাবে চরম অবহেলার শিকার প্রায় আড়াই লাখ মেডিকেল রিপ্রেজেনটেটিভ।’

এ সময় তিনি ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন, টিএ-ডিএ, চাকরির নিরাপত্তা, সাপ্তাহিক ও জাতীয় ছুটিসহ পাঁচ দফা দাবির কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মেট্রোর সাধারণ সম্পাদক মো. এনায়েতুর রহিম মনি, দক্ষিণের সভাপতি জিল্লুর রহমান।

এফ/২২:৪৭/১৩মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে