Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.8/5 (28 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১৩-২০১৬

সিডনিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার নিহত

হ্যাপী রহমান


সিডনিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার নিহত

সিডনি, ১৩ মে- গতকাল ১২ ই মে সিডনির রুটি হিলসে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার ডাঃ গোলাম তৌফিক নিহত হয়েছেন (ইনা লিল্লাহি ওইনাল্লিহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত ডাঃ গোলাম তৌফিক জেনারেল প্রাক্টশিনার হিসাবে মেলবোর্নে কর্মরত ছিলেন কিন্তু তার পরিবার সিডনিতে বসবাস করত। যে কারনে তিনি প্রায় সিডনিতে আাসা যাওয়া করতেন। গতকাল তিনি বন্ধু ডাঃ শামীম ফারুখের সাথে দেখা করতে রুটি হিলসে আসেন এবং তার বাসার সামনে গাড়ি পার্ক করেন । এরপর তিনি গাড়ি থেকে বেরিয়ে পড়েন। স্থানটি ছিল একটু ঢালু এবং দূর্ভাগ্যক্রমে তিনি গাড়ীর হ্যান্ড ব্রেক লক করতে ভুলে গিয়েছিলেন। এই সময় গাড়িটি হঠাৎ ঢালুতে নামতে শুরু করলে তিনি সামানে থেকে আটকানোর চেষ্টা করতে যান কিন্তু তৎক্ষনাত গাড়িটি তাকে চাপা দেয়। এবং তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অল্প কিছুক্ষন পর মারা যান।এই সময় তার স্ত্রী ও সন্তানরা গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। ঘটনার আকস্মিকতায় তার হতবিহল ও বাকরুদ্ধ হয়ে পড়েন।

প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস এই ঘটনায় গভীর দূঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানিয়েছে নিহতের পরিবারের পার্শ্বে দাড়ানোর ঘোষনা দিয়েছে। মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী মৃতদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্হা নেওয়া হচ্ছে।

অষ্ট্রেলিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে