Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-১২-২০১৬

দক্ষিণ ঢাকায় ফ্রি ওয়াইফাই

দক্ষিণ ঢাকায় ফ্রি ওয়াইফাই

ঢাকা, ১২ মে- আগামী ৬ মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশ টে‌লিক‌মিউ‌নিকেশন্স কোম্পা‌নি লিমিটেড (বি‌টি‌সিএল) ও ডিএস‌সি‌সির যৌথ উদ্যোগে নগরবাসী ফ্রি ওয়াইফাই সার্ভিস পাবে।

এরই মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই জোন ঘোষণা করেছেন করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্প‌তিবার দুপু‌রে পুরান ঢাকার লা‌লবাগ কেল্লায় ফ্রি ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘পর্যায়ক্রমে আমরা দক্ষিণ সিটি করপোরেশনের প্রত্যেক‌টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ফ্রি ওয়াইফাই চালু কর‌বো। দ্রুততম সম‌য়ের মধ্যেই সেবা‌টি চালু হবে। আশা করি ছয় মাসের মধ্যেই তা সম্পন্ন কর‌তে পারবো।’

যেসব স্থানে ফ্রি ওয়াইফাই করা হচ্ছে সেগুলো হচ্ছে- বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু অ্যাভি‌নিউ, রাসেল স্কয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, অপারাজেয় বাংলা, আহসান ম‌ঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুরশাহ পার্ক, ওসমানী উদ্যান, রমনা পার্ক, বলদা গা‌র্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমণ্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, নগর ভবন, ডিএস‌সি‌সি জোন-২, জোন-৩, জোন-৫, সা‌য়দাবাদ বাস টা‌র্মিনাল, ফুলবা‌ড়িয়া বাস টা‌র্মিনাল, সদরঘাট লঞ্চ টা‌র্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, না‌জিরা বাজার মাতৃসদন, নিউমা‌র্কেট, মেয়র মোহাম্মদ হা‌নিফ কমিউনিটি সেন্টার, সেগুনবা‌গিচা কমিউনিটি সেন্টার, ধানম‌ণ্ডি ভূতের গ‌লি কমিউনিটি সেন্টার, বাসা‌বো কমিউনিটি সেন্টার, কাজী ব‌শির মিলনায়তন, পল্টন কমিউনিটি সেন্টার, নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টার, হাজী গোলাম মো‌র্শেদ কমিউনিটি সেন্টার, হাজী খ‌লিল সরদার কমিউনিটি সেন্টার, আজিমপুর মি‌নি কমিউনিটি সেন্টার, হাজী জুম্মন ক‌মিউনিটি সেন্টার, ফজলুল ক‌রিম কমিউনিটি সেন্টার, নর্থ ব্রুক হল লাইব্রেরি, মু‌ক্তি‌যোদ্ধা সাদেক হো‌সেন খোকা কমিউনিটি সেন্টার, মাজেদ সরদার কমিউনিটি সেন্টার, সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ধলপুর কমিউনিটি সেন্টার, ফ‌কিরচাঁদ কমিউনিটি সেন্টার, সারাফাতগঞ্জ কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার এবং জ‌হির রায়হান সংস্কৃ‌তি কেন্দ্র। এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ব্যবহার কর‌তে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হ‌বে না।​


​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- ডিএস‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, বিটি‌সিএলের ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) ফখরুদ্দিন আহমদ, ডিএসসিসির ২৫নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন ক‌বির, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হা‌সিবুর রহমান মা‌নিক প্রমুখ।

আর/১০:২৪/১২ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে