Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১২-২০১৬

থেমে গেল কোজিয়ারের কণ্ঠ

থেমে গেল কোজিয়ারের কণ্ঠ

বার্বাডোজ, ১২ মে- থেমে গেল টনি কোজিয়ারের কণ্ঠ। জন্মস্থান বার্বাডোজে বুধবার ৭৫ বছর বয়সে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাংবাদিক।

গত ৩ মে ঘাড় ও পায়ের সংক্রামনের পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১ মে পত্রিকায় তার শেষ কলামটি ছাপা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি এক টুইটে বলে, “কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা কণ্ঠ। ক্রিকেট বিশ্বের জন্য এটা বিরাট একটি ক্ষতি।”

টিভি, রেডিও ও সাংবাদিকতায় কোজিয়ারের বিচরণ ছিল ৫৮ বছর।

১৯৪০ সালে ব্রিজটাউনে জন্ম নেওয়া কোজিয়ার কানাডার অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ালেখা করেন। ১৯৫৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেওয়া শুরু করেন। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে কাজ শুরু করেন ১৯৬৬ সালে।

বিবিসি, চ্যানেল নাইন ও স্কাইয়ের হয়ে ধারাভাষ্য দিয়ে গোটা ক্রিকেট বিশ্বে জনপ্রিয় ও পরিচিত একটি নাম হয়ে ওঠেন তিনি।

২০১১ সালে তাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানজনক আজীবন সদস্য করে নেওয়া হয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেসবক্স তার নামে রাখা হয়।

আর/১৭:১৪/১২ মে

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে