Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১২-২০১৬

মহিলা কাবাডির শিরোপা বিজেএমসির শোকেসে

মহিলা কাবাডির শিরোপা বিজেএমসির শোকেসে

ঢাকা, ১২ মে- ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। বুধবার বিকেলে পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ১৩-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজেএমসি।

ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার দুইজন সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম, মাননীয় আইজিপি এবং সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

এক বক্তব্যে কাবাডি ফেডারেশনের সভাপতি একেএম শহীদুল হক বলেন, ‘এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার জন্য ধন্যবাদ জানাই ওয়ালটন গ্রুপকে। ধন্যবাদ জানাই এটিএন বাংলা ও এই প্রতিযোগতিার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। আমি সব সময় এই ধরণের কাবাডি প্রতিযোগিতাকে উৎসাহিত করি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ করলাম। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানাই।’

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে