Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১২-২০১৬

সালমানের মুখে সানির গুণগান

সালমানের মুখে সানির গুণগান

নয়াদিল্লি, ১২ মে- বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো তারকার প্রশংসা কুড়িয়েছেন ‘সেক্স বোম্ব’ হিসেবে খ্যাত সানি লিওন। এবার তিনি নজরে পড়েছেন ‘বলিউডের ভাইজান’ সালমান খানের। প্রশংসা তো পেয়েছেনই, সঙ্গে ইন্ডাস্ট্রিতে কিভাবে উন্নতি করতে হয় সেটা বোঝাতে সানিকেই উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন সালমান।

সানিকে উদ্দেশ্যে করে সালমান বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকান, দেখতে পাবেন মানুষগুলো কেমন। এখানে ধর্ম-বর্ণ গোত্র বড় বিষয় নয়। এমনকি আপনার পেছনের ইতিহাসও এখানে গুরুত্বহীন। কেউ যদি ভালো কাজ করে, মানুষ তাকে সাদরেই গ্রহণ করে। বিগবস শো থেকে এসেছিলেন সানি লিওন। তিনি ভালো কাজ করছেন বলেই মানুষ তাকে গ্রহণ করেছেন। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন সানি। তিনি এখন বলিউডের বড় একজন তারকা।’

সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড নিয়ে কথা বলতে গিয়ে নানা বিষয়েই খোলাখুলি বক্তব্য দিয়েছেন ‘ব্যাচেলর গুরু’ সালমান খান। প্রসঙ্গক্রমেই সেখানে বক্তব্যের এক পর্যায়ে উঠে আসে সানি লিওনের কথা। সাক্ষাতকারে বলিউডে বৈষম্য, কাউকে সহজে গ্রহণ করার রীতি এবং কিভাবে কঠোর পরিশ্রম করে খ্যাতির শীর্ষে উঠা যায় ইত্যাদি নানা বিষয় নিয়ে বিস্তারিতভাবে নিজের মত প্রকাশ করেন ‘বজরঙ্গি ভাইজান’।

এফ/০৯:০৫/১২মে

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে