Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১২-২০১৬

হ্যারি পটারের নায়িকার মানিলন্ডারিং, পানামা পেপার্সে নাম

হ্যারি পটারের নায়িকার মানিলন্ডারিং, পানামা পেপার্সে নাম

পানামা সিটি, ১২ মে- হলিউড তারকা এমা ওয়াটসন প্রথম সারা বিশ্বে পরিচিতি পায় হ্যারি পটার চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে ওয়াটসন সবার পরিচিত একটি মুখ। মানুষ আশা করে আছে ভালো কোন চলচ্চিত্রে তার উপস্থিতি দেখতে পাবে। কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে মোসাক ফনসেকার ফাঁস হওয়া পানামা নথিতে উঠে এসেছে তার নাম।     

‘দ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিইয়াম অব ইনভেসটিগেটিভ জার্নালিস্ট’ নামের সাংবাদিকদের একটি আন্তর্জাতিক দল কিছুদিন আগে প্রায় ১ লাখ ১৫ হাজার গোপন নথি ফাঁস করেছে। ঐ নথিগুলোই পানামা পেপারস নামে পরিচিত।

পানামার একটি আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ডাটাবেজ থেকে ফাঁস হওয়ায় ঐ নথিতে কর ফাঁকি দেয়ার জন্য বিদেশে অফসোর কোম্পানি খুলে টাকা পাচারের সাথে জড়িত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কসহ নামী দামী প্রভাবশালী সব মানুষের নাম জড়িয়ে থাকার খবর বেরিয়ে আসে।

সোমবার ইনভেসটিগেটিভ জার্নালিস্ট দল আরেকদফা গোপন পানামা নথি ফাঁস করেছে। সেখানে প্রায় দুই লাখ নথি রয়েছে। সদ্য প্রকাশিত এই নথিতে উঠে এসেছে এমা ওয়াটসনের নাম ও অফশোর কোম্পানি খুলে অর্থ সরানোর খুঁটিনাটি তথ্য। ‘দ্য স্পেকটেটর’ নামের একটি ম্যাগাজিন ঐ নথিতে এমার নাম খুঁজে পায়।             

এ ব্যাপারে ওয়াটসনের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে নিশ্চিত হওয়া যায় যে, ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর দেশের বাইরে কোম্পানি রয়েছে। তবে আরও জানানো হয় যে, এমা ঐ কোম্পানি ব্যবহার করে কর ফাঁকি দেয়ার মত কাজ কখনো করেন না। তিনি এটা ব্যবহার করেন নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য।  

এমনিতে দেশের বাইরে কোম্পানি প্রতিষ্ঠা করা আইন বহির্ভূত কিছু নয়। কিন্তু পানামা ভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা অনেককেই কর ফাঁকি দিয়ে দেশের টাকা বাইরের নিরাপদ জায়গায় সরানোর কাজে সহায়তা করতো।

ইতিমধ্যেই বিশ্ব নেতা ও তারকাদের মধ্যে এমন অনেকের নামই বেরিয়ে এসেছে যারা কর ফাঁকি দিয়ে টাকা পাচার করেছে। যেমন ভারতের অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই।

আর/১২:১৪/১২ মে

হলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে