Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১১-২০১৬

খুব সহজে নখে করে ফেলুন ভিন্নধরনের গ্র্যাডিয়েন্ট নেইল আর্ট (ভিডিও সংযুক্ত)

নিগার আলম


খুব সহজে নখে করে ফেলুন ভিন্নধরনের গ্র্যাডিয়েন্ট নেইল আর্ট (ভিডিও সংযুক্ত)

ফ্যাশন সচেতন তরুণীদের কাছে নেইল আর্ট বেশ জনপ্রিয়। তারা নানা রঙে নানা নকশায় নখকে করে তোলে আর্কষণীয়। পোশাকের রং, চুলের স্ট্যাইলের সাথে মিলিয়ে ভিন্ন ভিন্ন নকশায় নেইল আর্ট করা হয়। সময়ের সাথে সাথে ফ্যাশনে আসে পরিবর্তন আর এর সাথে পরিবর্তন হয় নেইল আর্টের। রং, নকশা সবকিছুতে আসে নতুনত্ব। নেইল আর্টে কখনও করা প্রিয় কোন কার্টুনের চরিত্র আবার কখন করা হয় নানা রঙের আলোকছটার নকশা।

এই সময়ে বেশ আলোচিত এবং জনপ্রিয় একটি নেইল আর্ট হল গ্র্যাডিয়েন্ট নেইল। নেইল আর্টের শুরুর থেকে এটি জনপ্রিয়। কয়েকটি রঙের সম্বনয়ে করা হয় বিধায়, পছন্দের পোশাকের সাথে খুব সহজে মানিয়ে যায়। এর সাথে এটি আপনাকে দেয় ফ্যাশনেবল এবং স্টাইলিশ একটি লুক। কিন্তু অনেকে মনে করেন গ্র্যাডিয়েন্ট  নেইল আর্ট করা বেশ কঠিন এবং সময়সাপেক্ষ। খুব সহজে অল্প উপাদান দিয়ে করে ফেলতে পারেন গ্র্যাডিয়েন্ট নেইল আর্ট। কিভাবে? তাহলে দেখে নিন ছোট ভিডিওতে।

যা যা লাগবে:
নেইল প্রোটেকটর বেইস কোট
হোয়াইট নেইলপলিশ
পছন্দের তিনটি নেইলপলিশ
মেকআপ স্পঞ্জ

টিপস:
১। ভাল মানের নেইলপলিশ ব্যবহার করুন।

২। দীর্ঘদিন একই নেইলপলিশ নখে রাখবেন না।

৩। নিয়মিত নখ পরিষ্কার রাখুন। এর জন্য ১৫ দিন পর পর ম্যানিকিওর-পেডিকিওর করুন।

৪। তাজা লেবুর রসে তুলা ভিজিয়ে নখে ঘষে তার কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, এটি নখকে শক্ত এবং মজবুত করবে।

৫। রিমুভার নখের আর্দ্রতা নষ্ট করে দেয়, তাই ময়েশ্চারাইজারযুক্ত রিমুভার ব্যবহার করুন।

লিখেছেন- নিগার আলম

ভিডিও 

এফ/২৩:১৫/১১মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে