Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.8/5 (46 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-১০-২০১৬

বাঁধ ভেঙে কয়রার ১০ গ্রাম প্লাবিত

মুহাম্মদ আবু তৈয়ব


বাঁধ ভেঙে কয়রার ১০ গ্রাম প্লাবিত
কয়রায় কপোতাক্ষ নদের গাজীপাড়া বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

খুলনা, ১০ মে- খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়ায় প্রবল জোয়ারের পানির স্রোতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এর ফলে এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেড় হাজার বিঘা মৎস্যঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করলেও প্রবল জোয়ারের তোড়ে তা ভেসে যায়। জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/১পোল্ডারের কপোতাক্ষ নদের ২০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পাউবোর গাজীপাড়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে গাজীপাড়া, পুটির ঘেরী, দেওয়ান খালী, বেদকাশী, কাটমারচর গ্রামসহ দশটি গ্রাম লবন পানিতে তলিয়ে যায়। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা না হলে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানি জানান,পাউবোর গাফিলতির কারণে এ এলাকায় বেড়িবাঁধের এ বেহাল দশা। বার বার পাউবো কর্তৃপক্ষকে বলা হলেও তারা ঝুকিপূর্ণ বাঁধ সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি দ্রুত বাঁধটি মেরামত করা সম্ভব হতে পারে।’

এ ব্যাপারে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজ  উদ্দীন বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধের ব্যাপারে জেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।’

এফ/০৯:০৫/১০মে

খুলনা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে