Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৯-২০১৬

বিকল্প উপায়ে দেশজুড়ে ‘আইসক্রিম’

বিকল্প উপায়ে দেশজুড়ে ‘আইসক্রিম’

ঢাকা, ০৯ মে- কুমিল্লা থেকে শুরু হয়েছে রেদোয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’-এর বিকল্প প্রদর্শনী। আজ থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন কুমিল্লার টাউন হলে এই ছবির প্রদর্শনী চলবে। এর পর আইসক্রিম-এর পরের গন্তব্য সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর ও রংপুর। শুরুর দিন ছবিটির কাটতিও ছিল চোখে পরার মতো। উপচেপড়া দর্শক ছিল টাউন হলে। শোর ছবি শেয়ার করে রেদোয়ান রনি জানিয়েছেন, ‘কুমিল্লায় বিকল্প প্রদর্শনীর মর্নিং শো, হাউসফুল। ভালো সিনেমা সবসময়ই দর্শক দেখতে চায়। আমি নিশ্চিত কুমিল্লার কোন এক সিনেমা হলে আইসক্রিম বুকিং করলে এই রকম হল ভর্তি দর্শক আসতো না।’

গত ২৯ এপ্রিল দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আইসক্রিম। চলচ্চিত্রটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ এবং উদয়। ফার্স্ট লুকে এই তিনজনকেই দেখা যায়। এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ণ ফিল্মস এবং টপঅফমাইন্ড তিনটি প্রযোজনা সংস্থার ব্যানাওে নির্মিত হয়েছে। ‘আইসক্রিম’ এর পরিবেশক হিসেবে কাজ করছে অভি কথাচিত্র।

এফ/২৩:২০/০৯মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে