Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৮-২০১৬

নিজ দেশকে নাৎসিদের সঙ্গে তুলনা ইসরায়েলী জেনারেলের

নিজ দেশকে নাৎসিদের সঙ্গে তুলনা ইসরায়েলী জেনারেলের

জেরুসালেম, ০৮ মে- বর্তমান ইহুদি সমাজকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর দ্বিতীয় প্রধান মেজর জেনারেল ইয়াইর গোলান। বার্ষিক হলোকাস্ট ডে বা ইহুদি নিধনযজ্ঞ স্মরণ দিবস পালনের প্রাক্কালে এই মন্তব্য করেন তিনি।

জেনারেল গোলান বলেন, তিরিশের দশকে নাৎসি জার্মানিতে অসহিষ্ণুতার যে ঘৃণ্য প্রকাশ ঘটেছিলো সেরকম কিছু প্রবণতা তিনি এখনকার ইসরায়েলী সমাজে দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন, ‘মানুষের প্রকৃত স্বভাব কী- সেটা আমাদের দেখা উচিত। এমনকি সেটা যদি আমরা নিজেরাও হই তাহলেও সেটা দেখা উচিত।’

হলোকাস্টের কথা মনে করিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন, ‘যদি কোনোকিছু আমাকে ভীত-সন্ত্রস্ত করে থাকে সেটা হলো হলোকাস্টের স্মৃতি, ইউরোপে যা ঘটেছিলো, বিশেষ করে সত্তর, আশি এবং নব্বইয়ের দশকের আগের জার্মানিতে। আজকের দিনে, ২০১৬ সালে আমাদের মধ্যে সেই একই জিনিসও দেখতে পাওয়াটাও খুব ভয়ের। বিদেশিদের ঘৃণা করার চেয়ে সহজ আর কিছু নেই, যা ভয়ের জন্ম দেয়।’

এদিকে তার এই বক্তব্যের পর ইসরায়েলে তাকে ঘিরে বড় রকমের আলোচনা শুরু হয়েছে। এই মন্তব্যের জেরে তার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেকে তাকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন।

নেতানিয়াহু জেনারেল ইয়াইরের সমালোচনা করে বলেছেন, তার এ ধরনের বক্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে। এসব কথাবার্তায় হলোকাস্টকে সস্তা করে ফেলা হয়েছে এবং এসবের মাধ্যমে ইসরায়েলের ক্ষতি করা হয়েছে। তিনি বলেন, ৮০ বছর আগে নাৎসি জার্মানিতে যা ঘটেছিলো তার সাথে তুলনা দিয়ে ইসলায়েলি সমাজের সাথে অন্যায় করা হয়েছে। তার মতে এ ধরনের বক্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।

তবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন, সামরিক প্রধান এবং আরো কিছু কর্মকর্তা জেনারেল গোলানের বক্তব্যকে সমর্থন করেছেন। তারা বলছেন, জেনারেল গোলানের এই বক্তব্যে ইসরায়েলী সমাজের বর্তমান কিছু সমস্যা উঠে এসেছে।

এফ/২৩:০৮/০৮মে

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে