Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৬-২০১৬

সাকিবদের সতর্ক করে রাখছেন ক্যালিস

সাকিবদের সতর্ক করে রাখছেন ক্যালিস

কলকাতা , ০৬ মে- টানা দু’ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। তবু আত্মতুষ্ট হতে নারাজ কেকেআরের কোচ জ্যাক ক্যালিস।

প্রত্যেক ম্যাচের শেষে দলের ওপর নতুন চাপ তৈরি হচ্ছে, তা নিয়ে ক্রিকেটারদের সতর্ক করে দিলেন সাকিদের এ কোচ। বৃহস্পতিবার রয়্যাল কলকাতা গল্‌ফ ক্লাবে গল্‌ফ খেলতে গিয়েছিলেন কোচ ক্যালিস।একইদিনে বিকেলে তার সাথে গিয়েছিলেন সাকিব, নারাইন, ইউসুফ পাঠানরাও।

সাংবাদিক বৈঠকে ক্যালিস কে প্রশ্ন করা হয়েছিল, টুর্নামেন্টের মাঝপথে ইতিবাচক ও নেতিবাচক কী কী পেলেন? জবাবে ক্যালিস বলেছেন, ‘ইতিবাচক হচ্ছে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছি। ভাল খেলছি।’ ‘তবে গত বছরের কয়েকটা সমস্যা এবারও রয়েছে। ম্যাচের শেষের দিকে একটু গা-ছাড়া মনোভাব দেখিয়ে ফেলছি। সেটা করলে চলবে না।’

বুধবার এক সময় নাইটদের ১৮০ স্কোর কার্যত নিশ্চিত দেখালেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল ১৬৪ রানে। পরে পঞ্জাব ইনিংসকে শুরুতেই ধাক্কা দিয়েও গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে ম্যাচ হাতছাড়া হতে বসেছিল।

সম্ভবত সেই কারণেই চিন্তিত ক্যালিস । পাশাপাশি তিনি বলছেন, ‘দলের ক্রিকেটারেরা যেভাবে এককাট্টা হয়ে লড়াই করছে, তাতে অবশ্য অনেক সমস্যাই কেটে যাচ্ছে। আমাদের দলের ভারসাম্যও খুব ভাল। তবে আরও উন্নতি করতে হবে।’

আঙুলে চোট থাকায় পঞ্জাবের বিরুদ্ধে খেলেননি দলের প্রধান স্পিনার সুনীল নারাইন। রবিবার গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ইডেনে কেকেআর এর পরের ম্যাচে ফিরতে পারেন তিনি।

এফ/১৮:২৫/০৬মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে