Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.8/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৬-২০১৬

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড চাইলেন রওশন

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড চাইলেন রওশন

ঢাকা, ০৬ মে- সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনসহ শিক্ষক, শ্রমিক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (০৫ মে) রাতে দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
 
সাংবাদিকদের দাবির কথা তুলে ধরে রওশন এরশাদ বলেন, দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যদেরও বেতন-ভাতা বেড়েছে। কিন্তু অনেক সাংবাদিক মানবেতর জীবন-যাপন করছেন। জাতীয় দায়িত্ব পালন করেও তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই তাদের জন্য নবম ওয়েজ বোর্ড করা প্রয়োজন।
 
তিনি আরও বলেন, শ্রমিকরা ভালো নেই। তাদের আন্দোলন করতে হচ্ছে। নার্সরা অনশন করছেন। জাতির বিবেক শিক্ষকরা প্রাপ্য থেকে বঞ্চিত। সব মানুষের দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
 
‘পুরুষ দিবস’ পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবছর নারী দিবস পালন করার পরও নারী নির্যাতন কমছে না। ঘরে-বাইরে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে। যৌতুকের জন্য নির্যাতন চলছে। বাল্য বিয়ে বন্ধ হয়নি। তাই নারী দিবস পালন করে লাভ নেই। আমি এখন অপেক্ষায় আছি কবে পুরুষ দিবস পালন হবে। তিনি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
 
ষোড়শ সংশোধনী নিয়ে বির্তকের বিষয়ে রওশন বলেন, সরকার আপিল করবে, কিন্তু আপলি করবে কার কাছে? তাদের (বিচারকদের) কাছেই তো আপিল করতে হবে। তাহলে তারা করবেটা কী?

এফ/১০:০৯/০৬মে

মিডিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে